
গোয়ালন্দে বিএনপির দুর্দিনে দলের পাশে থাকা কর্মীদের সমন্বয় সভা অনুষ্ঠিত
মো. সাজ্জাদ হোসেন
গোয়ালন্দ(রাজবাড়ী) প্রতিনিধি
রাজবাড়ীর গোয়ালন্দে বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির দুর্দিনে দলের পক্ষে বিভিন্ন আন্দোলনে আওয়ামীলীগ সরকারের দ্বারা বিভিন্ন মামলায় কারাবরণকারী কর্মীদের অংশগ্রহণে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৮ ডিসেম্বর) রাত ৯ টায় গোয়ালন্দ উজানচর রূপালী হ্যাচারিজ অফিস কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
এদিন সভায় গোয়ালন্দ পৌর শ্রমিক দলের সভাপতি ওয়াহেদ খানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা যুব দলের যুগ্ম সাধারণ সম্পাদক মুরাদ আল রেজা, গোয়ালন্দ পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম।
এসময় বিএনপির দুর্দিনে দলের পাশে থাকা কর্মীদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, মো. মোন্নাফ হোসেন ফেলু, মো. জাবির, মো. তাজেল সরদার, শ্রী তপন ঘোষ, মো. ফারুক মোল্লা, মো. রেজাউল করিম, মো. বাবু, আতিক মন্ডল, মো. একেন, মো. ফেরদৌস শেখ, হারুন কাজী, মো. এরশাদ মন্ডল, মো. ইয়াকুব প্রমুখ।
গোয়ালন্দ পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম বলেন, ৫ আগষ্ট ছাত্র আন্দোলনের মুখে ফ্যাসিস্ট আওয়ামীলীগের নেত্রী পদত্যাগ করে দেশ থেকে পালিয়েছে। দীর্ঘ ১৭ বছর বিএনপির দুর্দিনে যেসকল কর্মীরা দলের পক্ষে মাঠে থেকে আওয়ামীলীগ সরকার দ্বারা হয়রানি ও লাঞ্চিত হয়েছে এবং তাদের সাজানো বিভিন্ন মামলায় কারাবরণ করেছে সেসকল নেতা কর্মীরা আজ বিএনপির গুরুত্বপূর্ণ পদ থেকে বঞ্চিত। তিনি আরও বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারণ্যর প্রতীক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দলের দুর্দিনে যেসকল নেতাকর্মী জেল-জুলুমের শিকার হয়েছেন তাদের মূল্যায়নে আমরা বদ্ধপরিকর।