নওগাঁর ধামইরহাটে শিশু ধর্ষণের অভিযোগে এক যুবক গ্রেফতার।
ছাইদুল ইসলাম নওগাঁ ঃ গ্রেফতারকৃত আরাফাত( ১৬)হোসেন ধামইরহাট পৌর এলাকার দক্ষিণ চকযদু ৩ নম্বর ওয়ার্ডের হুমায়ুনের ছেলে।
গত মঙ্গলবার (৩ ডিসেম্বর) দুপুরে ওই শিশুর পিতা ইমরান বাদি হয়ে ধামইরহাট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ গত মঙ্গলবার সন্ধ্যায় তাকে গ্রেফতার করে থানা হেফাজতে নেয়।
এলাবাসি ও শিশুর বাড়ির লোকজনের অভিযোগ সূত্রে জানা গেছে, গতকাল দুপুরে বাড়ির পাশে শিশু তাহিরা খেলাধুলা করছিল। এসময় ওই যুবক বিস্কুট খাওয়ার লোভ দেখিয়ে তার ফাঁকা বাড়িতে নিয়ে যায় এবং শিশুকে জোরপূর্বক ধর্ষণ করে। এ সময় শিশুর চিৎকার শুনতে পেয়ে মা নাসরিন এগিয়ে গেলে মেয়েকে ওই যুবকের ঘরে বিবস্ত্র অবস্থায় দেখতে পায়।
বিষয়টি এলাকায় জানাজানি হলে ওই শিশুকে স্থানীয়দের সহযোগিতায় দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
এ ঘটনায় ধামইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) রাইসুল ইসলাম বলেন, ওই যুবককে গতকাল সন্ধ্যায় ধর্ষণ মামলায় গ্রেফতার করা হয়েছে।আজ বুধবার সকালে জেলা কোর্ট হাজতে প্রেরন করা হয়েছে।