শেরপুরে ২ ট্রাক ভারতীয় চিনি সহ এক চোরাকারবারি গ্রেপ্তার
মোঃআমিনুল ইসলাম শেরপুর প্রতিনিধি
শেরপুর জেলা সদরের চুনিয়ারচর এলাকা থেকে দুই ট্রাকে ভর্তি ১২৫ বস্তা ভারতীয় চিনিসহ আশরাফুল আলম সোহাগ (৪৫) নামের এক চোরাকারবারিকে আটক করেছে র্যাব।
গতকাল শনিবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় শেরপুর উপজেলার চুনিয়ারচর এলাকায় অভিযান চালিয়ে চোরাই পথে আনা এসব অবৈধ চিনি উদ্ধার করে র্যাব।
আটক মো. আশরাফুল আলম সোহাগ উপজেলার চুনিয়ারচরের আব্দুল খালেকের ছেলে।
র্যাব ১৪ সিপিসি ১ অপারেশনস অ্যান্ড মিডিয়া অফিসার সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. নাজমুল ইসলাম শনিবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন।
র্যাব জানায়, গত ২৯ নভেম্বর র্যাব-১৪ সিপিসি-১ গোপন সংবাদে শেরপুর সদর উপজেলার চুনিয়ারচর সাকিনস্থ পক্ষীমারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন পাকা রাস্তার পশ্চিম পাশে ট্রাক থেকে বস্তায় ভারতীয় চিনি লোড করার সময় মো. আশরাফুল আলম সোহাগকে আটক করে। এ সময় তাঁর কাছ থেকে ৫০ কেজি ওজনের ১১০ বস্তায় ৫৫০০ কেজি এবং ১৫টি খোলা বস্তায় ৬৭৫ কেজিসহ মোট ৬১৭৫ কেজি চোরাইপথে আনা ভারতীয় চিনিসহ দুইটি ট্রাক জব্দ করে।
জামালপুর র্যাব-১৪, (সিপিসি-১) কোম্পানির কোম্পানি কমান্ডার মেজর মো. আব্দুর রাজ্জাক বলেন, সোহাগকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। শেরপুর সদর থানায় মামলার পর তাঁকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।