দ্বি-বার্ষিক সম্মেলন সফল করতে সহযোগিতা করায় শ্রমিকজনতা ও নগরবাসীর প্রতি কৃতজ্ঞতা ও শুভেচ্ছা :শ্রমিক কল্যাণ ফেডারেশন
নুরুল কবির স্টাফ রিপোর্টার চট্টগ্রাম
চট্টগ্রাম মহানগরী দ্বি-বার্ষিক সম্মেলন-২০২৪ সফলভাবে সম্পন্ন হওয়ায় নগরবাসীর প্রতি শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, চট্টগ্রাম মহানগরী। মহানগরীর নবনির্বাচিত সভাপতি এস এম লুৎফর রহমান ও সাধারণ সম্পাদক আবু তালেব চৌধুরী এক যৌথ বিবৃতিতে এই শুভেচ্ছা জানান।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, চট্টগ্রাম মহানগরীর দ্বি-বার্ষিক সম্মেলন সফল করতে সহযোগিতা করায় আমরা সকলের প্রতি কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানাই।
সম্মানিত প্রধান অতিথি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ, উপদেষ্টা সংগঠনের নেতৃবৃন্দ, শ্রমিক নেতৃবৃন্দ ও ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ আমাদের আহ্বানে সাড়া দিয়ে আমাদের পাশে দাঁড়িয়েছেন, সেজন্য আমরা মোবারকবাদ জানাচ্ছি।
ধন্যবাদ জানাচ্ছি আমাদের সম্মানিত শুভাকাঙ্ক্ষী ও সুধীবৃন্দের প্রতি, তাদের আর্থিক ও নৈতিক সহযোগিতা আমাদের সাহস জুগিয়েছে।
সাংবাদিক বন্ধুগণ, প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, চিকিৎসক বন্ধুগণ, রেলওয়ে কর্তৃপক্ষ ও কর্মকর্তাবৃন্দকে তাদের পেশাগত সহযোগিতা প্রদান করায় ধন্যবাদ জানাচ্ছি।
এই ঐতিহাসিক সম্মেলন আয়োজনে ফেডারেশনের সর্বপর্যায়ের নেতাকর্মীরা অক্লান্ত পরিশ্রম করেছেন, তাদের আন্তরিক প্রচেষ্টা ও শ্রমের মাধ্যমেই এই সম্মেলনের সকল দিক সুচারুরূপে সম্পন্ন হয়েছে। তাই এই সফলতায় তারাই প্রধান শরিকদার। তাদের প্রতি আমরা কৃতজ্ঞ। সম্মানিত ডেলিগেট ভাই ও বোনদের প্রতি আমরা শুভেচ্ছা জানাই, শৃঙ্খলার সাথে এই আয়োজনকে সুন্দর ও সার্থক করে তোলার জন্য।
এই বিশাল আয়োজনকে সফল করতে মাঠ প্রস্তুত, ডেকোরেশন, খাবার প্রস্তুত, পানি সরবরাহ, বিদ্যুত সরবরাহ, প্রকাশনা সহায়তা-সহ যাবতীয় দিকের পেশাগত সেবা সরবরাহকারী প্রতিষ্ঠান ও তাদের কর্মীদের প্রতিও আমরা ধন্যবাদ জানাচ্ছি, তারা সুন্দরভাবে সেবা সরবরাহ করে আমাদের সহযোগিতা করেছেন।
পাশাপাশি আমরা আমাদের এই বৃহৎ আয়োজনে কোনো ভুলত্রুটি পরিলক্ষিত হলে সেজন্য ক্ষমা চাই। বিশেষ করে আমরা ক্ষমাসুন্দর দৃষ্টি কামনা করছি, সর্বসাধারণের জন্য সম্মেলন উন্মুক্ত করতে না পারায় যারা কষ্ট পেয়েছেন, তাদের প্রতি। সম্মেলনটি কাউন্সিল প্রোগ্রাম হওয়ার কারণে কেবল সুনির্দিষ্ট কাউন্সিলররাই ডেলিগেট ছিলেন। এটি শ্রমিক কল্যাণ ফেডারেশনের গঠনতান্ত্রিক বাধ্যবাধকতারই অংশ। এর বাইরে সম্মানিত নগরবাসী, ফেডারেশনের সাধারণ সদস্য ও শ্রমিকজনতার অনেকেই সম্মেলনস্থলে এসেও সভাস্থলে প্রবেশের সুযোগ পাননি বলে আমরা দুঃখিত! ইনশাআল্লাহ, সামনে আমরা সর্বসাধারণের জন্য উন্মুক্ত পরিমণ্ডলে শ্রমিক ও সুধী সমাবেশের ঘোষণা দেবো। জাতীয় ও স্থানীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে সেই সমাবেশ অনুষ্ঠিত হবে এবং সকলের জন্য তা উন্মুক্ত থাকবে, ইনশাআল্লাহ।
সর্বোপরি চট্টগ্রাম নগরবাসী, সর্বপর্যায়ের নেতাকর্মী ও শুভাকাঙক্ষীদের দুআ ও সহযোগিতার জন্য আমরা ঋণী হয়ে রইলাম। সামনেও শ্রমিক কল্যাণ ফেডারেশ, চট্টগ্রাম মহানগরীর প্রতি আপনাদের আন্তরিক সহযোগিতা, দুআ ও পরামর্শ অব্যাহত থাকবে বলে আমাদের প্রত্যাশা।