লামায় বিশাল যুবদল সমাবেশ অনুষ্ঠিত
লামা প্রতিনিধি,ঃ ২ নভেম্বর ২০২৪ ইং
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পার্বত্য জেলার বান্দরবানের লামায় বিশাল যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা যুবদলের আহবায়ক দেলোয়ার হোসেন রফিকের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় কমিটির সদস্য সাচিং প্রু জেরী।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন বান্দরবান জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক ওসমান গণি, সিনিয়র সহ-সভাপতি, প্রধান বক্তা বান্দরবান জেলা যুবদলের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম চৌধুরী।
উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ সিরাজুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি ছিলেন, লামা উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক মেয়র মো. আমির হোসেন, সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান থোয়াইনু অং চৌধুরী, লামা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি রবিউল হোসেন ভূঁইয়া, লামা পৌর বিএনপির সভাপতি (ভারপ্রাপ্ত) আবু তাহের, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক ভাইস-চেয়ারম্যান আবু তাহের কোম্পানি, বান্দরবান জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি হ্রাগ্যাচিং মারমা, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সুলতান আকবর মোমিন, লামা পৌরসভা যুবদলের আহবায়ক আব্দুল্লাহ আল মামুন’সহ প্রমূখ।