তানোরে আমশো মথুরাপুর মাদ্রাসা মসজিদের কমিটি গঠন
আজিজুর রহমান জামাদার ,তানোর প্রতিনিধি
তানোরে আমশো মথুরাপুর মাদ্রাসা জামে মসজিদের নতুন কমিটি গঠন এবং আয় ব্যয়ের হিসাব দাখিল করা হয়। বিগত কমিটির মেয়াদ তিন বছর পূর্ণ হওয়ায় জেনারেল মিটিং এর মাধ্যমে পূর্বের হিসাব নিকাশ বুঝে দেওয়া হয় । পাশাপাশি ব্যক্তি উদ্যোগে প্রায় ৪ শতাধিক লোকের এক প্রীতিভোজ প্রীতিভোজের আয়োজন করা হয়, মসজিদের উন্নতিকল্পে বর্তমানে মসজিদের ক্যাশ ১,৪৪,৮৯১/= টাকা।মসজিদ পরিচালনার জন্য আগামী তিন বছরের জন্য১৫ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়। নতুন কমিটির সভাপতি হিসেবে পূনরায় মোঃ মনসুর রহমান সরদারকে সভাপতি,সাধারণ সম্পাদক হিসেবে এস,এম মমতাজুর রহমান এবং ক্যাশিয়ার পদে মোঃ আজিজুর রহমান জামাদারকে নির্বাচিত হয়। এ সময় অত্র মসজিদের কমিটির সদস্যবৃন্দ ,গণ্যমান্য ব্যক্তি এবং মসজিদের মুসল্লী উপস্থিত ছিলেন । সদ্য বিদায়ী সেক্রেটারি জনাব নাসির উদ্দিন শাহ তার বিদায়ী বক্তব্যে মসজিদের উন্নয়ন যেন আরো গতিশীল এবং বেগবান হয় এ আসা ব্যক্ত করে তার দায় দায়িত্ব নতুন কমিটির কাছে হস্তান্তর করেন। এ সময় তার হাতে থাকা মসজিদের সকল আসবাবপত্র সহ অন্যান্য মালামাল বুঝাই দিয়ে দায়িত্ব অর্পণ করেন এবং সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে তার বক্তব্য শেষ করেন।