ভোলার ঘরে ঘরে গ্যাস সংযোগ দেওয়ার দাবিতে- পরিবর্তন যুব উন্নয়ন সংস্থার মানববন্ধন
জেলা প্রতিনিধি, ভোলা
অগ্রাধিকার ভিত্তিতে ভোলার গ্যাস আগে ভোলায় তার পর অন্যত্র এই স্লোগানে ঘরে ঘরে গ্যাস চাই। এই স্লোগান নিয়ে ভোলায় বসত বাড়িতে গ্যাস সংযোগের দাবিতে মানববন্ধন করেছে পরিবর্তন যুব উন্নয়ন সংস্থা ও ভোলার সর্বস্তরের জনগণ। অদ্য ১লা নভেম্বর (শুক্রবার) দুপুর ৩ ঘটিকা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। ভোলার বাসস্ট্যান্ডে বেপারী বাজার ইন্টাকো গ্যাস কোম্পানি লিঃ এর অফিসের সামনে ভোলার ঘরে ঘরে গ্যাস চাই পরিবর্তন যুব উন্নয়ন সংস্থা ও ভোলার সর্বস্তরের জনগণ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কতৃক আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ৪ ঘণ্টা ব্যাপী এই মানববন্ধনে ভোলার বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, ভোলায় গ্যাসক্ষেত্রে বিপুল পরিমাণ গ্যাস মজুত রয়েছে। ভোলার উত্তোলনকৃত গ্যাস ভোলার মানুষকে ব্যাবহারের জন্য গৃহস্থালী গ্যাস অগ্রাধিকার ভিত্তিতে সংযোগ ও ডিমান্ড নোট অনুযায়ী টাকা জমাদানকারী পরিবারকে জরুরি ভিত্তিতে গ্যাস সংযোগের জন্য আবেদনকারীদের সংযোগ প্রক্রিয়া অতি শীঘ্রই বাস্তবায়ন করার দাবি জানান। পরে আন্দোলনকারীরা মানববন্ধনে বিভিন্ন শ্লোগান দিয়ে থাকেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন পরিবর্তন যুব উন্নয়ন সংস্থার ভোলা জেলা সভাপতি নেওয়াজ শরীফ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়াক জিদান আনাবীর, ঘরে ঘরে গ্যাস চাই আন্দোলন কমিটির সাংগঠনিক সম্পাদক বেল্লাল সিকদার, ও সাধারণ সম্পাদক জলিল নান্টু, বাংলাদেশ ছাত্র ফেডারেশন ভোলা জেলার সংগঠক তানজিল হোসেন বলেন, ভোলার গ্যাস নিয়ে আমাদের দাবিগুলোর মধ্যে অন্যতম দাবি হচ্ছে ভোলাসহ দক্ষিণাঞ্চলের জনগণকে সুবিধাবঞ্চিত করে ভোলার গ্যাস ঢাকায় সরবরাহ করা চলবে না, আগে ভোলার ঘরে ঘরে গ্যাসের সংযোগ দিতে হবে। এবং ভোলার বিসিক শিল্পনগরীতে অগ্রাধিকারের ভিত্তিতে গ্যাস-সংযোগ দিতে হবে, এবং ভোলাসহ বরিশাল বিভাগে শিল্পাঞ্চলে ও আবাসিক খাতে গ্যাস-সংযোগ দিতে হবে, ভোলায় গ্যাসভিত্তিক সবুজ শিল্পায়ন পরিকল্পনা গ্রহণ করতে হবে, ভোলায় একটি সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করতে হবে। শিক্ষায়- সম্পদে সমৃদ্ধ দক্ষিণাঞ্চল সরকারের অবহেলার কারণে দরিদ্রতায় সারাদেশে প্রথম হয়েছে। এ দরিদ্রতা দূর করতে ভোলার গ্যাস ব্যবহার করে দক্ষিণাঞ্চলে শিল্প-কারখানা স্থাপনের সুযোগ দিতে হবে। এ গ্যাস সিলিন্ডারের মাধ্যমে ঢাকা, গাজীপুর, আশুলিয়া ও ময়মনসিংহে সরবরাহের সিদ্ধান্ত দক্ষিণাঞ্চলের মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতার সামিল।
কিন্তু ভোলার মানুষের দির্ঘদিনের আশা আকাঙ্ক্ষার কোনো মুল্যই দিলো না গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান তিনি ভোলাবাসীর এক মাত্র চাহিদা বাসাবাড়িতে গ্যাস সংযোগের। এজন্য পর্রিবতন যুব উন্নয়ন সংস্থা এবং ভোলার সর্বস্তরের জনগণ মানববন্ধন কর্মসূচি পালন করলেও উপদেষ্টার মন গলাতে সক্ষম হননি। বাসা বাড়িতে গ্যাস সংযোগ দেয়া হবেনা বলে জানিয়েছেন এই উপদেষ্টা। এতে ভোলার সর্বস্তরের মানুষের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে।
মানববন্ধনে উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ভোলার সমন্বয়াক ও পরিবর্তন যুব উন্নয়ন সংস্থার সদস্যবৃন্দ এবং ঘরে ঘরে গ্যাস চাই কমিটির নেতৃবৃন্দ ও সর্বস্তরের জনগণ এবং সকল পেশাজীবির মানুষ প্রমূখ।