জয়পুরহাটে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ।
মোঃ শাহাবউদ্দিন ইসলাম,আক্কেলপুর প্রতিনিধি
জয়পুরহাট জেলা বিএনপির বৃহৎ অংশকে বাদ দিয়ে আগামী ১ নভেম্বর জয়পুরহাট সদর থানা ও শহর বিএনপির সন্মেলন আহবান করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা বিএনপির একাংশের নেতাকর্মীরা। সোমবার সন্ধ্যায় একটি বিক্ষোভ মিছিল শহরের তৃপ্তির মোড় থেকে বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে কেন্দ্রীয় মসজিদ চত্বরে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুল ওয়াহাব, শহর বিএনপির আহবায়ক মতিয়র রহমান, জেলা বিএনপির সদস্য আলী হাসান মুক্তা, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক জহুরুল ইসলাম, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক শরীফুল ইসলামসহ জয়পুরহাট শহর বিএনপির অধিনস্থ ৯টি ওয়ার্ড এর প্রায় সহস্রাধিক নেতাকর্মী।
সমাবেশে শহর বিএনপির আহবায়ক মতিয়র রহমান অভিযোগ করে বলেন, জয়পুরহাট জেলা বিএনপির আহবায়ক গোলজার হোসেন ও যুগ্ম আহবায়ক মাসুদ রানা প্রধান বিএনপির বৃহত্তর একাংশের নেতাকর্মীদের বাদ দিয়ে আগামী ১লা নভেম্বর জয়পুরহাট সদর থানা ও শহর বিএনপির সন্মেলন আহবান করেছে। সেই সম্মেলনে জেলার ত্যাগী নেতাদের বাদ দিয়ে কমিটি ঘোষনা করা হলে আমরা তা মানবো না। সম্মেলন বাতিলের জন্য বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির কাছে অভিযোগ করা হবে।