নানা কর্মসুচীর মধ্য দিয়ে যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
সদরপুর থেকে শিমুল তালুকদার
স্বেচ্ছায় রক্তদান,বিনামুল্যে ঔষুধ বিতরন ও দুস্থ্যদের মাঝে খাবার বিতরন সহ বিভিন্ন কর্মসুচীর মধ্যদিয়ে ফরিদপুরের সদরপুর উপজেলা যুবদলের উদ্যোগে জাতীয়তাবাদী যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
২৭ অক্টোবর রবিবার সকাল ১১টায় উপজেলার হাসপাতাল মোড়ে ফরিদপুর জেলা যুবদলের যুগ্ম সম্পাদক মোঃ সুমনের সভাপতিত্বে ও উপজেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি, জেলা ছাত্রদলের সাবেক সদস্য মোল্যা মোঃ সোহেলের সঞ্চালনায় এই কর্মসুচী পালিত হয়। এসময় আরো উপস্থিত ছিলেন যুবদল নেতা বিল্লাল হোসেন পেয়াদা, কে,এম,আবু সাইদ, কামাল মৃধা,শরিফুল ইসলাম, বিদ্যুৎ মাতুব্বর, এডভোকেট তুহিন মৃধা, মোল্যা জাওয়াদ,শিকদার নাজমুল হাসান রাজু, ইকবাল মাহমুদ, আজিজুল হক নান্নু, ছাত্রদল নেতা নজরুল কবির নিরব, ইনামুল হোসেন বিজয়, নাজমুস সাকিব, মিজানুর রহমান সিনহা,একরামুল মোল্যা, হাসান সর্দার, সহ যুবদল , ছাত্রদল ও অংগসংগঠনের কয়েকহাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন। স্বেচ্ছায় রক্তদান কর্মসুচী ও বিনামুল্যে ওষুধ বিতরনের পরে মোল্যা সোহেল, কে,এম আবু সাঈদ, কৃষকদল নেতা আর্শাদ মৃধা, শ্রমিকদল নেতা দেলোয়ার তালুকদার এর নেতৃত্বে ৫০০ শতাধিক দুস্থ্য মানুষের মাঝে বিনামুল্যে খাবার বিতরন করা হয়।