বুড়িপোতা ইউনিয়ন কর্তৃক আয়োজিত জনসভা সফল করার লক্ষ্যে প্রস্তুতি সভা
মেহেরপুর প্রতিনিধি ঃআগামী ২৫ অক্টোবর বুড়িপোতা ইউনিয়ন কর্তৃক আয়োজিত জনসভা উপলক্ষে বাড়ি বাঁকা গ্রামের
সাবেক বিএনপি নেতা মিজানুর রহমানের সভাপতিত্বে প্রস্তুতি সভার আয়োজন করা হয়েছে।
প্রস্তুতি সভা সফল করার লক্ষ্যে রবিবার (২০ অক্টোবর) সকাল ১০ টার দিকে মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়নের বাড়ি বাঁকা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে এ প্রস্তুতি সভার আয়োজন করা হয়।
সভার সভাপতিত্ব করেন বাড়ি বাঁকা গ্রামের
সাবেক বিএনপি নেতা মিজানুর রহমান।
বুড়িপোতা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ ওমর ফারুক, বিএনপি নেতা আজিজুল, মোঃ রেজাউল হক রেজা, মাসুদ আল রেজা, রোরাব মিয়াসহ ইউনিয়ন বিএনপির যুবদল, ছাত্রদলের কর্মীরা উপস্থিত ছিলেন।