বালিয়াকান্দিতে কলার পাতা কাটাকে কেন্দ্র করে গৃহবধুকে মারধরের অভিযোগ
মোঃ ইমদাদুল হক রানা ঃ
ছাগলের খাবারের জন্য বাড়ীর পাশের কলাবাগান থেকে পাতা কাঁটাকে কেন্দ্র করে এক গৃহবধুকে মারধর করার দায়ে বালিয়াকান্দী থানায় অভিযোগ দায়ের হয়েছে।
ঘটনাটী ঘটেছে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের গোহালপাড়া দক্ষিণবাড়ী গ্রামের। মারধরের স্বীকার গৃহবধু মোছাঃ ছাবিনা খাতুন (৩৫) ঐ এলাকার দরিদ্র ভ্যানচালক আলমগীর হোসেনের স্ত্রী।
ঘটনার বিষয়ে গৃহবধু মোছাঃ ছাবিনা খাতুন জানান, ছাগলের খাবারের জন্য পাশ্ববর্তী মোঃ কুরবান আলীর ছেলে মোঃ হাবিব এর কলাবাগান থেকে কয়েকটি কলার পাতা কাঁটেন।
এর জের ধরে গত ১৬ অক্টোবর বিকাল আনুমানিক ৫টার দিকে বাগান মালিক হাবিব আলমগীরের বাড়ীতে এসে মোছাঃ ছাবিনা খাতুনকে ডেকে বাড়ীর উঠানে এনে কোন কিছু বুঝে উঠার আগেই বাঁশের লাঠি দিয়ে এলোপাথাড়ি মারধর করতে থাকে পরনের ম্যাক্সি ছিঁড়ে ফেলে। এর কারন জিজ্ঞেস করলে এবং আশপাশের লোকজন এসে লাঠি কেড়ে নিলে হাবিব এলোপাতাড়ি কিল ঘুষি মেরে আহত করে ছাবিনাকে। লোকজনের মধ্যেই হবিব ছাবিনাকে পূণরায় তার ক্ষেতে গেলে হত্যার হুমকি দিয়ে চলে যায়।
এবিষয়ে গত ১৭ অক্টোবর আলমগীরের স্ত্রী মোছাঃ ছাবিনা খাতুন বাদী হয়ে বালিয়াকান্দি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
এনিয়ে বিবাদী হাবিব এর সাথে কথা বলতে চাইলে তিনি কোন কথা বলবেন না বলে সাফ জানিয়ে দেন।