বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়তে উপদেষ্টা দের কাছে ছাত্র জনতার দাবী
জিয়াউল কবীর:
বিগত ১২ বছর দেশের সময়ের
সকল সংসদ সদস্য, তাদের পিএস, জেলা ও পরিষদের উপজেলা চেয়ারম্যান,পৌরসভা মেয়র
,সকল সিটি কর্পোরেশন মেয়র ও কাউন্সিলর সকল জেলা আদালতের জর্জ, হাইকোর্টের বিচারপতি, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সহ সকল বিচারপতি,বিভাগীয় সকল পুলিশ কমিশনার (DIG),পুলিশ সুপার ও অতিরিক্ত সুপার,সকল জেলা প্রশাসক,সকল এসিল্যান্ড, ওসি ও অফিসার,সকল ইউএনও
(১০) বিগত “বারো বছরের” সকল পুলিশ প্রধান মেট্রোপলিটনের পুলিশ কমিশনার, র্যাব,পুলিশ,গোয়েন্দা শাখার প্রধান,সকল মন্ত্রণালয়ের সচিব, যুগ্ম-সচিব ও উপ সচিব,সকল ব্যাংক এর প্রাধান এবং তাদের সকল জেলা শাখার প্রধান,শিক্ষাবোর্ডের চেয়ারম্যান,আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দ সহ জেলা পর্যায়ের সকল সভাপতি, সহসভাপতি ও সাধারণ সম্পাদিক,এস আলমের মতো যত শিল্পপতি,সরকারি – বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অধ্যাক্ষ ও উপাচার্যদের,যারা আংগুল ফুলে কলাগাছ হয়েছে তাদের সবার সম্পদ বিবরনী নিয়ে অপরাধীদের দুদক’র মাধ্যমে তাদের বিচারের সম্মুখীন করে বৈষম্য হীন নতুন বাংলাদেশ গড়ার আহবান।