filter: 0; jpegRotation: 0; fileterIntensity: 0.000000; filterMask: 0; module:1facing:0;
hw-remosaic: 0;
touch: (-1.0, -1.0);
modeInfo: ;
sceneMode: Night;
cct_value: 0;
AI_Scene: (-1, -1);
aec_lux: 0.0;
hist255: 0.0;
hist252~255: 0.0;
hist0~15: 0.0;

গোয়ালন্দ প্রিমিয়ার ক্রিকেট(জিপিএল) ক্রিকেট টুর্নামেন্টের লটারি ড্র অনুষ্ঠিত
মো. সাজ্জাদ হোসেন
গোয়ালন্দ(রাজবাড়ী) প্রতিনিধি
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় গোয়ালন্দ প্রিমিয়ার লীগ (জিপিএল) ক্রিকেট টুর্নামেন্ট সেজন-৩ এর খেলার লটারি ট্র অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৭ অক্টোবর) দিবাগত রাত ৯ টায় গোয়ালন্দ বাজার প্রধান সড়ক রোকন উদ্দিন প্লাজার তৃতীয় তলায় অবস্থিত গোয়ালন্দ কমিউনিটি সেন্টারে জাকজমকপূর্ণভাবে এ টুর্নামেন্টের ড্র অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টটির আয়োজনে রয়েছে আফরা ট্রেডার্স, গোয়ালন্দ।
টুর্নামেন্টের আহবায়ক ও আফরা ট্রেডার্স এর স্বত্বাধিকারী আসাদুল আলম সুজনের সভাপতিত্বে ড্র অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন, গোয়ালন্দ ইয়ুথ এন্ড স্পোর্টস ডেভেলপমেন্ট সোসাইটির প্রতিষ্ঠাতা ও গোয়ালন্দ ফুটবল একাডেমীর চেয়ারম্যান, টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য মো. সাজ্জাদ হোসেন, গোয়ালন্দ ফুটবল একাডেমীর পরিচালক ও কোচ মো. আলমগীর হোসেন, টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য হাবিবুর রহমান হাবি, দৌলত মিয়া, সুজন হোসেন, সুলতান মাহমুদ সবুজ, মোহাম্মদ রাশেদুজ্জান রাশেদ, মো. মোয়াজ্জেম হোসেন, মিঠুন কুমার সাহা, মো. শফিক মন্ডলসহ টুর্নামেন্টের অংশগ্রহণকৃত দলীয় অধিনায়ক ও খেলোয়াড়বৃন্দ।
টুর্নামেন্টের আহবায়ক আসাদুল আলম সুজন বলেন, খেলাধুলা পড়ালেখার একটি অংশ। খেলাধুলা করলে মন ও শরীর ভালো থাকে। গোয়ালন্দের যুব সমাজকে মাঠমুখী করতে আমি প্রতিবছর এমন আয়োজন করে থাকি। ১৬ দলের অংশগ্রহণে ৪ টি গ্রুপে বিভক্ত হয়ে এমাসের ২৫ অক্টোবর শুক্রবার বিকেল ৩ টায় গোয়ালন্দ বাজার শহীদ মহিউদ্দিন আনছার ক্লাব মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হবে। এবছর এ টুর্নামেন্টে ৩২ টি প্রতিষ্ঠান স্পন্সর হিসাবে রয়েছে। টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আমার এমন আয়োজন ধারাবাহিকভাবে প্রতি বছরই চলবে।