জুলাই – আগস্ট গণ হত্যার বিচার চেয়ে মেহেরপুরে পথসভা
মেহেরপুর প্রতিনিধি ঃঅপশক্তিকে রুখতে হবে জুলাই আগস্ট গন হত্যার বিচার চাই এই বিষয়কে সামনে রেখে মেহেরপুরে পথসভা অনুষ্ঠিত হয়েছে।
মেহেরপুর সদর উপজেলা বন্দর গ্রাম ৩ নাম্বার ওয়ার্ড বিএনপির আয়োজিত পথসভা শুক্রবার (১৮ অক্টোবর) বিকেলে বন্দর জামে মসজিদ প্রাঙ্গণে এ পথসভা অনুষ্ঠিত হয়।
বন্দর গ্রাম ৩ নাম্বার ওয়ার্ড বিএনপির সভাপতি মাহাবুব রহমান হাবিবের সভাপতিত্বে পথসভা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি মাসুদ অরুন।
মোল্লা তামিম হোসাইনের সঞ্চালনায় এসময় সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহাবুদ্দিন, আমদাহ ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ খালেকুজ্জামান, সাধারণ সম্পাদক শফিউল আলম বাদল, জেলা জাসাসের সাধারণ সম্পাদক বাকা বিল্লাহসহ বিভিন্ন ইউনিটের নেতা কর্মীদের উপস্থিত ছিলেন।