নাচোলে রাণী ইলামিত্রের, ৮২তম জন্মবার্ষিকী পালিত
রাজশাহী ব্যুরো ঃচাঁপাইনবাবগঞ্জের নাচোলের রাণীমা খ্যাত তে-ভাগা আন্দোলনের বীরাঙ্গনা নেত্রী রাণী ইলামিত্রের ৮২তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। আজ শুক্রবার রাণী ইলামিত্র স্মৃতি সংসদের আয়োজনে, ১৮ অক্টোবর ইলামিত্রের স্মৃতি বিজড়িত রাওতাড়ায় ইলামিত্র স্মৃতি সংগহ শালা পাঙ্গনে তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করে প্রার্থনা, জন্মদিনের কেক কর্তণ শেষে আলোচনা অনুষ্ঠিত হয়। এসময় ইলামিত্র স্মৃতি সংদের সাধারণ সম্পাদক, সাংবাদিক এমএকে.জিলানী, এর সভাপতিত্বে, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,পল্লী সঞ্চয় ব্যাংকের শাখা ব্যবস্থাপক, মোঃ হাবিবুর রহমান, নাচোল রিপোটার্স ইউনিটির সভাপতি ইব্রাহীম বাবু, সাংগঠনিক সম্পাদক অভিজিত শীল, সাংবাদিক এ্যাসোসিয়েশন এর সহ-সভাপতি ও দৈনিক ইত্তেফাকের নাচোল সংবাদদাতা হাসানুজ্জামান ডালিম,নাচোল মডেল প্রেসক্লাবের সভাপতি, মোঃ তসিকুল ইসলাম, নাচোল মডেল প্রেসক্লাবের,সাধারণ সম্পাদক আবুল হোসেন ও আলজামেয়া মারকাজিয়া হাফেজিয়া নূরানী মাদরাসার, শিক্ষার্থীদের অংশগ্রহণে রাণী ইলামিত্রের ৮২তম জন্মদিনের কেক কাটা হয়। পরে সংক্ষিপ্ত আলোচনা হয়।