বালাগঞ্জ থানায় নতুন ওসির যোগদান
বালাগঞ্জ প্রতিনিধি:সিলেটের বালাগঞ্জ থানায় অফিসার ইনচার্জ হিসেবে যোগদান করলেন মো.ফরিদ উদ্দিন আহমেদ ভূঁইয়া। তিনি গত মঙ্গলবার (১৫ অক্টোবর)বিকালে নতুন কর্মস্থল বালাগঞ্জ থানায় যোগদান করেছেন। এর আগে তিনি পার্বত্য বান্দারবান জেলায় কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলা নোয়াপাড়া । এক প্রতিক্রিয়ায় তিনি জানান মানুষের সেবায় ব্রত নিয়ে বাংলাদেশ পুলিশের যোগদান করেছি। বালাগঞ্জ থানার মাদক সন্ত্রাস চাঁদাবাজি নির্মূলে অভিযান সবসময়ই চলমান থাকবে। চিনি দায়িত্ব পালনে সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করেছেন । তিনি বলেন হাওর অধ্যুষিত বালাগঞ্জের শান্তি-শৃঙ্খলা রক্ষায় আমি আমার সাধ্যমত চেষ্টা চালিয়ে যাব।