1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. admin@dailynayakontho.com : unikbd :
বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫, ১০:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ
কুহু কুহু ডাক যেন কানে বাজে – বিনয় দেবনাথ বিভাগীয় পর্যায়ে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট শুরু রাজশাহী মহানগরীতে অপারেশন ডেভিল হান্টের ৩ জনসহ অন্যান্য অভিযোগে গ্রেপ্তার ২৭ জন চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থী নিহত নওগাঁয়  হাসপাতালে অনিয়মের প্রতিবাদে তালাবদ্ধ তত্ত্বাবধায়ক কার্যালয় নওগাঁয় প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে মানববন্ধন রায়পুরে উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসারদের কর্মবিরতি ভোলায় অপারেশন ডেভিল হান্ট অভিযানে ১ জনকে আটক করলো কোস্টগার্ড রাজশাহী বিশ্ববিদ্যালয় পিডিএফের সভাপতি ফয়সাল, সম্পাদক লতা রাবির আমেরিকান সোসাইটি ফর মাইক্রোবায়োলজি স্টুডেন্ট চ্যাপ্টারের সভাপতি তোরণ, সম্পাদক তন্ময়

ওসমানীনগরে গৃহবধূর মৃত্যু নিয়ে রহস্যে থানায় হত্যার অভিযোগ। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪
  • ৩৫ বার পঠিত

ওসমানীনগরে গৃহবধূর মৃত্যু নিয়ে রহস্যে থানায় হত্যার অভিযোগ

ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি:

সিলেটের ওসমানীনগরে রেশমা বেগম (৩৫) নামের এক গৃহবধূর মৃত্যু নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। তিনি উপজেলার উসমানপুর ইউনিয়নের রাঙ্গাপুর গ্রামের মৃত আব্দুল গফুরের স্ত্রী। এ ঘটনায় গত শুক্রবার বিকেলে মৃতের ভাই আনোয়ার আলী বাদী হয়ে থানায় হত্যার অভিযোগ দায়ের করেছেন।

জানা যায়, গত ৭ অক্টোবর সকাল ১১টার দিকে উপজেলার রাঙ্গাপুর গ্রামের আব্দুল গফুরের স্ত্রী রেশমা বেগম বাড়িতে একটি কক্ষ তৈরির জন্য নির্মাণ সামগ্রী কিনতে ঘর থেকে নগদ কিছু টাকা নিয়ে লতিবপুর গ্রামের রাজমিস্ত্রী মুক্তার আলীর সাথে মোটরসাইকেলযোগে মাদারবাজার রুপালী ব্যাংকে টাকা উত্তোলন করতে যান। সেখান থেকে টাকা উত্তোলন শেষে মুক্তার আলীর মোটরসাইকেলে তাজপুর দুলিয়ারবন্দ এলাকায় এনজিও সংস্থা ‘গাক’ অফিসে যান। দুপুর ২টার দিকে মুক্তার আলী রেশমা বেগমের বোনের স্বামীর মোবাইলে কল করে জানান, রেশমা সড়ক দুর্ঘটনায় আহত হয়েছে এবং সে এমএজি ওসমানী হাসপাতালে নিয়ে এসেছে। এরপর সে মোবাইল ফোন বন্ধ করে গা ঢাকা দেয়। স্বজনরা হাসপাতালে গিয়ে রেশমাকে মৃত অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে জানালে ময়নাতদন্ত করে লাশ নিয়ে তার বাবার বাড়ী বিশ্বনাথ উপজেলার আলাপুর গ্রামে দাফন করেন।

নিহতের মেয়ে তাহমিনা বেগম (১৭) ও রাইসা বেগম তাহিয়া (১৪) জানান, আমার আম্মা রাজমিস্ত্রিী মুক্তার আলীর সাথে কক্ষ নির্মাণের জন্য আত্মীয় স্বজনের দেওয়া টাকা ও ব্যাংকে রাখা টাকা তুলে দোকানে যাবেন বলে আলাপ হয়। মুক্তার আলী সে সময় বলেছিলেন, গাক এনজিওতে তার কিস্তি পরিশোধ করবেন। আমরা ধারণা করছি সে আমাদের সব টাকা নিয়ে আমার আম্মাকে মেরে ফেলেছে।

নিহতের ভাই আনোয়ার আলী বলেন, আমার বোনকে মুক্তার আলী তার মোটরসাইকেলে করে বাড়ি থেকে ব্যাংকে নিয়ে যায়। ঘরের মালামাল কিনতে দোকানে যাওয়ার কথা বলে পরিকল্পিতভাবে হত্যা করে সড়ক দুর্ঘটনা সাজিয়ে টাকা নিয়ে পালিয়েছে।

ওসমানীগর থানার ওসি (তদন্ত) আরাফাত জাহান চৌধুরী বলেন, এক মহিলা হত্যার অভিযোগ থানায় এসেছে। বিষয়টি আমরা দেখছি।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
২০২৫ © সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD