ওসমানীনগরে গৃহবধূর মৃত্যু নিয়ে রহস্যে থানায় হত্যার অভিযোগ
ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি:
সিলেটের ওসমানীনগরে রেশমা বেগম (৩৫) নামের এক গৃহবধূর মৃত্যু নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। তিনি উপজেলার উসমানপুর ইউনিয়নের রাঙ্গাপুর গ্রামের মৃত আব্দুল গফুরের স্ত্রী। এ ঘটনায় গত শুক্রবার বিকেলে মৃতের ভাই আনোয়ার আলী বাদী হয়ে থানায় হত্যার অভিযোগ দায়ের করেছেন।
জানা যায়, গত ৭ অক্টোবর সকাল ১১টার দিকে উপজেলার রাঙ্গাপুর গ্রামের আব্দুল গফুরের স্ত্রী রেশমা বেগম বাড়িতে একটি কক্ষ তৈরির জন্য নির্মাণ সামগ্রী কিনতে ঘর থেকে নগদ কিছু টাকা নিয়ে লতিবপুর গ্রামের রাজমিস্ত্রী মুক্তার আলীর সাথে মোটরসাইকেলযোগে মাদারবাজার রুপালী ব্যাংকে টাকা উত্তোলন করতে যান। সেখান থেকে টাকা উত্তোলন শেষে মুক্তার আলীর মোটরসাইকেলে তাজপুর দুলিয়ারবন্দ এলাকায় এনজিও সংস্থা ‘গাক’ অফিসে যান। দুপুর ২টার দিকে মুক্তার আলী রেশমা বেগমের বোনের স্বামীর মোবাইলে কল করে জানান, রেশমা সড়ক দুর্ঘটনায় আহত হয়েছে এবং সে এমএজি ওসমানী হাসপাতালে নিয়ে এসেছে। এরপর সে মোবাইল ফোন বন্ধ করে গা ঢাকা দেয়। স্বজনরা হাসপাতালে গিয়ে রেশমাকে মৃত অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে জানালে ময়নাতদন্ত করে লাশ নিয়ে তার বাবার বাড়ী বিশ্বনাথ উপজেলার আলাপুর গ্রামে দাফন করেন।
নিহতের মেয়ে তাহমিনা বেগম (১৭) ও রাইসা বেগম তাহিয়া (১৪) জানান, আমার আম্মা রাজমিস্ত্রিী মুক্তার আলীর সাথে কক্ষ নির্মাণের জন্য আত্মীয় স্বজনের দেওয়া টাকা ও ব্যাংকে রাখা টাকা তুলে দোকানে যাবেন বলে আলাপ হয়। মুক্তার আলী সে সময় বলেছিলেন, গাক এনজিওতে তার কিস্তি পরিশোধ করবেন। আমরা ধারণা করছি সে আমাদের সব টাকা নিয়ে আমার আম্মাকে মেরে ফেলেছে।
নিহতের ভাই আনোয়ার আলী বলেন, আমার বোনকে মুক্তার আলী তার মোটরসাইকেলে করে বাড়ি থেকে ব্যাংকে নিয়ে যায়। ঘরের মালামাল কিনতে দোকানে যাওয়ার কথা বলে পরিকল্পিতভাবে হত্যা করে সড়ক দুর্ঘটনা সাজিয়ে টাকা নিয়ে পালিয়েছে।
ওসমানীগর থানার ওসি (তদন্ত) আরাফাত জাহান চৌধুরী বলেন, এক মহিলা হত্যার অভিযোগ থানায় এসেছে। বিষয়টি আমরা দেখছি।