নেত্রকোনায় বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শনে জেলা বিএনপির নেতৃবৃন্দ
শহীদুল ইসলাম রুবেল,
নেত্রকোনা জেলা প্রতিনিধি:
হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গোৎসব যাতে নির্বিঘ্নে ও শান্তিপূর্ণ ভাবে পালন করতে পারে তার জন্য নেত্রকোনা জেলা বিএনপির নেতৃবৃন্দ বৃহস্পতিবার (১০অক্টোবর) সন্ধ্যার পর থেকে নেত্রকোনা সদর উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন। নেত্রকোনা জেলা বিএনপির আহবায়ক বিশিষ্ট অর্থোপেডিক চিকিৎসক অধ্যাপক ডাঃ মোঃ আনোয়ারুল হক এর নেতৃত্বে পরিদর্শন কালে অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিঃ যুগ্ম আহবায়ক এডভোকেট মাহফুজুল হক,
যুগ্ম আহবায়ক মোঃ মজিবুর রহমান খান,
তাজেজুল ইসলাম ফারাস সুজাত, এস এম মনিরুজ্জামান দুদু, জেলা কৃষক দলের সভাপতি সালাউদ্দিন খান মিল্কী, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি কামরুল হক, সাধারণ সম্পাদক এসএম মোয়াজ্জেম হোসেনসহ স্থানীয় সকল অঙ্গ
ও সহযোগী সংগঠন এর নেতৃবৃন্দ।এ সময় জেলা বিএনপি আহ্বায়ক ডাঃ মোঃ আনোয়ারুল হক বিভিন্ন পূজা মন্ডপের কমিটির নেতৃবৃন্দ ও আগত পূজারীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং ব্যাক্তিগত তহবিল থেকে সাধ্যমত আর্থিক সহায়তা প্রদান করেন।