মেহেরপুরে ইসলাম আলী মাষ্টারের ৭ তম মৃত্যুবার্ষিকী পালন
মেহেরপুর প্রতিনিধি
মেহেরপুর জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, মেহেরপুর সাংবাদিকতার পথিকৃত ক্রীড়া সংগঠক, সমাজ সেবক ও বিশিষ্ট শিক্ষাবিদ ইসলাম আলী মাষ্টারের ৭ তম মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
মেহেরপুর জেলা যুবদলের আয়োজিত আলোচনা সভা বুধবার (৯ অক্টোবর) সন্ধ্যা ৭ টার দিকে মেহেরপুর শহরের মল্লিকপাড়ার জেলা যুবদলের কার্যালয়ে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মোহাম্মদ ইউনুস আলীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ বখতিয়ার হোসেন। এছাড়াও এসময় লিটন উদ্দিনসহ জেলা যুবদল ও ছাত্রদলের কর্মী-সমর্থকরা উপস্থিত ছিলেন।
আলোচনা পরে মেহেরপুর জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ইসলাম আলী মাষ্টারের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।