নেত্রকোণার পূর্বধলায় বিয়ারসহ গ্রেফতার -১
শহীদুল ইসলাম রুবেল,
নেত্রকোণা জেলা প্রতিনিধি :
নেত্রকোণার পূর্বধলায় শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের ছোট ইলাশপুর এলাকার জুয়েলের দোকানের সামনে থেকে বিয়ারসহ এক মাদক কারবারিকে গ্রেকরেছে পূর্বধলা থানা পুলিশ।
এসময় তার কাছ থেকে ১৫ বোতল বিয়ার জব্দ করা হয়। গ্রেফতারকৃত মো. রফিক মিয়া (২৭)। সে ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলার বোকাইনগর ইউনিয়নের গরপাড়া গ্রামের মো.সেলিম মিয়ার ছেলে।
বুধবার (২ অক্টোবর) দুপুরে এ তথ্য জানান পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রিয়াদ মাহমুদ। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১ অক্টোবর) রাতে পূর্বধলা থানা পুলিশের একটি আভিযানিক দল শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের চৌরাস্তা এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী মো. রফিক মিয়া (২৭) কে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যাক্তি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিল। পূর্বধলা থানার এসআই মোঃ শওকত আলী সঙ্গীয় ফোর্সসহ তাকে আটক করে। আটককৃত ব্যাক্তির নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আদালতে প্রেরণ করলে, বিজ্ঞ আদালত তাকে জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করে।