সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি মো:আল-আমিন হোসেন
সিরাজগঞ্জ জেলায় সলঙ্গা থানাধীন বুড়ি বাড়ি নামক স্থানে হাটি কুমরুল বগুড়া মহাসড়কে পাকা রাস্তার উপরে ট্রাক দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়। সলঙ্গা থানা ধীন ৭ নং নলকা ইউনিয়নের বুড়ি বাড়ি গ্রামস্থ নামক স্থানে চান্দাইকোনা হতে শাহজাদপুর গামী গরু বোঝায় মিনি ট্রাক (যার রেজিস্ট্রেশন নাম্বার ১৯ -২৭৯৭) নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার মাঝে আইল্যান্ডের সাথে ধাক্কা লেগে গাড়ির ভিতরে থাকা গরু ব্যবসায়ী ইয়াহিয়া খান নিহত হন। জানা যায় মৃত ইয়াহিয়া খান শাহজাদপুর উপজেলার বড় ভাসুরিয়া গ্রামের মহত আলীর ছেলে। গরু বোঝাই কিতো মিনি ট্রাকের ড্রাইভার নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার মাঝে থাকা আইল্যান্ডের সাথে ধাক্কা লাগিয়ে দিলে স্থানীয় লোকজন ইয়াহিয়া খান এবং গাড়ির ড্রাইভারকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্মরত ডাক্তার গরু ব্যবসায়ী ইয়াহিয়া খানকে মৃত ঘোষণা করে। এবং গাড়ির ড্রাইভার চিকিৎসাধীন অবস্থায় আছে।