রাজশাহী নগরীতে শিশু গৃহকর্মীকে অমানবিক নির্যাতনের অভিযোগে গৃহকর্ত্রী গ্রেফতার.
মোস্তাফিজুর রহমান রানা,রাজশাহী পবা প্রতিনিধি
শিশু গৃহকর্মীর নাম আলিদা (৯)। গতকাল বৃহস্পতিবার রাতে প্রথমে তাকে বেলুন দিয়ে শরীরের বিভিন্ন অঙ্গে আঘাত করা হয়। পরে প্রচন্ড বৃষ্টির মধ্যে তাকে ঘর থেকে বের করে দেয় গৃহকর্ত্রী।
ভয়ে বৃষ্টির পানিতে ভিজতে ভিজতে একটি জঙ্গলে গিয়ে দাঁড়ায় আলিদা। স্থানীয়দের একজন বৃষ্টির পানিতে দাঁড়িয়ে এবং কাঁদতে দেখে পুলিশে খবর দেয়।
পুলিশ ও স্থানীয়রা ওই গৃহকর্তীর সাথে কথা বলতে গেলে তাদের উপরও চড়াও হয়।
গৃহকর্ত্রীর নাম সেতু (৩৫), বোয়ালিয়া থানাধীন খুলিপাড়া এলাকার ড. শামীমের স্ত্রী।
শিশু আলিদা সৈয়দপুর নিলফামারী বদলাগাড়ি হাজিপাড়া এলাকার আতিকুর রহমানের মেয়ে। শিশুটির চাচা তাকে রাজশাহী এসে ওই পাষানী মহিলার হাতে তুলে দেয় কাজের জন্য। আর ওই গরিবের সন্তান আলিদাকে দীর্ঘদিন নির্যাতনের শিকার হতে হয় ওই পাষাণীর হাতে।