চরমহেশপুর মাধ্যমিক বিদ্যালয়ে পবিত্র ঈদ- ই মিলাদুন্নবীর আলোচনা অনুষ্ঠিত
মুজাহিদ শেখ, শ্রীপুর(মাগুরা) প্রতিনিধি
মাগুরার শ্রীপুর উপজেলার চরমহেশপুর মাধ্যমিক বিদ্যালয়ের উদ্যোগে সোমবার পবিত্র ঈদ-ই মিলাদুন্নবী উপলক্ষে এক আলোচনা সভা ও ইসলামী সাংষ্কৃতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গত ১৬ই সেপ্টেম্বর সোমরার নির্ধারিত দিনে আবহাওয়া খারাপ থাকায় ২৩শে সেপ্টেম্বর সোমাবর এই আয়োজন করেন বিদ্যালয় কর্তৃপক্ষ।
আলোচনা সভায় বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোঃ আমিরুল ইসলামের সঞ্চালনায় সভাপতিত্ব করেন শ্রীপুরে উপজেলা পরিষদের সাবেক ভাইস-চেয়ারম্যান বাংলাদেশ জামায়েত ইসলামী শ্রীপুর উপজেলা শাখার সাধারন সম্পাদক মোঃ মিজানুর রহমান মোল্যা।
এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক জীবন কুমার মন্ডল, মোফাজ্জেল হোসেন, কর্মপরিষদ সদস্য বাংলাদেশ জামায়তীইসলামী শ্রীপুর উপজেলা শাখা, আবু বক্কর সিদ্দিক আমীর জামায়েত ইসলামী দারিয়াপুর ইউনিয়ন শাখা, বাবর আলী সাধারণ সম্পাদক বাংলাদেশ জামায়েত ইসলামী দারিয়াপুর ইউনিয়ন শাখা, আবু বক্কর সিদ্দিক, ইমাম মহেশপুর মধ্যপাড়া জামে মসজিদ।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, দারিয়াপুর ইউনিয়ন বিএনপির সংগঠনিক সম্পাদক আব্দুল খালেক বিশ্বাস ও মোঃ তুজাম মোল্লা, কৃষকদলের সাধারণ সম্পাদক রাশিদুল মৃধা, জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি এস এম সোহাগ, পরিচালনা পরিষদের সদস্য মোঃ আকরাম শেখ, মোঃ কামাল মৃধা, মোঃ আলিম শেখ, মোঃ জাফর খাঁসহ বিদ্যালয়ের সহকারী শিক্ষক, ছাত্র/ছাত্রী, অভিভাবক সহ এলাকার গণ্যমান্য ব্যক্তি।
আলোচনা সভা শেষে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের নিয়ে ইসলামি সাংস্কৃতি অনুষ্ঠান ও আয়োজন করা হয়।