বালাগঞ্জ প্রেসক্লাবের নতুন কমিটিকে আতাউর রহমানের অভিনন্দন
বালাগঞ্জ(সিলেট) প্রতিনিধি:
বালাগঞ্জ প্রেসক্লাবের ২০২৪-২৫-২৬ কার্যনির্বাহী পরিষদের ত্রি-বার্ষিক নির্বাচনে নবনির্বাচিত নতুন কমিটিকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন সিলেট জেলা বিএনপির সাবেক উপদেষ্টা ও বালাগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আতাউর রহমান
বৃহস্পতিবার এক অভিনন্দন বার্তায় তিনি বলেন, বালাগঞ্জ প্রেসক্লাব গণমাধ্যম কর্মীদের ঐতিহ্যবাহী সংগঠন। এ সংগঠনের সাংবাদিকগণ পাঠকদের নিকট বস্তুনিষ্ট সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন। নতুন কমিটির কর্মদক্ষতায় বালাগঞ্জ প্রেসক্লাবের কার্যক্রমে আরো গতিশীলতা আসবে। নতুন কমিটি আরো কার্যকরী ভূমিকা পালনে সক্ষম হবে। বালাগঞ্জ কর্মরত সাংবাদিকদের স্বার্থ সংরক্ষণে বালাগঞ্জ প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দ আরও সুদৃঢ় ভূমিকা পালন করবেন।
উল্লেখ্য,এবারের নির্বাচনে ক্লাবটির সভাপতি নির্বাচিত হয়েছেন,
মো. জিল্লুর রহমান জিলু,সিনিয়র সহ-সভাপতি শাহাব উদ্দিন শাহীন,সাধারণ সম্পাদক মো. আমির আলী,সহ-সাধারণ সম্পাদক হেলাল আহমদ,অর্থ সম্পাদক শুয়াইবুর রহমান খান,দপ্তর ও প্রচার সম্পাদক শেখ জাহিদ হাসান,তথ্য ও প্রযুক্তি সম্পাদক শাহজাহান গাজী,কার্যনির্বাহী সদস্য মুহিব হাসান,সদস্য রোটারিয়ান কবির আহমদ,আতাউর রহমান কাওছার ও আবু তাহের।