প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আব্দুস সামাদের অপসারণ দাবিতে মেহেরপুরে মানববন্ধন
মেহেরপুর প্রতিনিধি ঃ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আব্দুস সামাদের অপসারণ দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৮ সেপ্টেম্বর) সকালে প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট মেহেরপুরের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট ( পিটিআই)’ র সুপার মুন্সি শহিদুল ইসলামের নেতৃত্বে পিটিআই এর সামনে অনুষ্ঠিত মানববন্ধনে অন্যদের মধ্যে হারুনুর রশিদ, আবুল কালাম আজাদ, আরিফা খাতুন, লাবিবা হাফিজ, জান্নাতি তামান্না, সোহেল রানা, সাবাতানি প্রমুখ ও উপস্থিত ছিলেন।
মানববন্ধনে সদ্য বিদায় স্বৈরাচার আমলে নিয়োগপ্রাপ্ত কর্তৃত্ববাদী আচরণের প্রতিভূ স্যাডিস্ট প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আব্দুস সামাদের অপসরণ দাবি জানানো হয়।