কিশোর কিশোরী ক্লাব রাজবাড়ী সদর উপজেলায় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
জেলা প্রতিনিধি রাজবাড়ী
কৃষ্ণ কুমার সরকার
আজ সকালে রাজবাড়ী জেলা শিল্পকলা একাডেমিতে। ৩১ আগস্ট ২০২৪ মহিলা বিষয়ক অধিদপ্তর রাজবাড়ী কর্তৃক বাস্তবায়িত কিশোর কিশোরী ক্লাব স্থাপন প্রকল্পের আওতায় রাজবাড়ী সদর উপজেলায় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে রাজবাড়ী সদর উপজেলা বিভিন্ন সংগঠন ও বিভিন্ন স্কুল ও শিক্ষক বৃন্দ প্রতিযেগিতায় অংশ গ্রহন করেন। আগত সকল কিশোর কিশোরী দের নিয়ে বিভিন্ন প্রতিযোগীতা অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আবু কায়সার খান, জেলা প্রশাসক, রাজবাড়ী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আজমীর হোসেন, উপপরিচালক, মহিলা বিষয়ক অধিদপ্তর, রাজবাড়ী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মোঃ রবিউল আলম, উপজেলা নির্বাহী অফিসার, রাজবাড়ী।
অতিথিরা সবার সফলতা কামনা করেন। এবং বিজয়ী সবাইকে আরও সফলাতা অর্জন করে রাজবাড়ী জেলার সুনাম সারা বাংলায় ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান ও সবাইকে ধন্যবাদ দেন।