সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর এর নিঃশর্ত মুক্তির দাবীতে নেত্রকোণার মোহনগঞ্জে মানববন্ধন
শহীদুল ইসলাম রুবেল,
নেত্রকোণা জেলা প্রতিনিধি
মিথ্যা মামলায় কারা নির্যাতিত, ভাটি বাংলার বরপুত্র, সাবেক সফল স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর এর নিঃশর্ত মুক্তির দাবীতে বৃহস্পতিবার নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলার তেতুলিয়া ইউনিয়নের বড় পাইকুড়া গ্রামে মানববন্ধন করেছে সর্বস্তরের এলাকাবাসী।বৃহস্পতিবার বিকেলে ৪টা থেকে ৫টা পর্যন্ত ঘন্টাব্যাপী এ মানববন্ধনের আয়োজন করে তেতুলিয়া ইউনিয়ন বিএনপি। তেতুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি জজ মিয়া বেপারীর সভাপতিত্বে সাধারণ সম্পাদক মাসুদ খানে’র সঞ্চালনায় মানববন্ধন চলাকালে লুৎফুজ্জামান বাবর এর নিঃশর্ত মুক্তির দাবী জানিয়ে বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মোহনগঞ্জ উপজেলা শাখার আহবায়ক সেলিম কার্নায়েন, সদস্য সচিব টিপু সুলতান, উপজেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক জীবন তালুকদার, পৌর বিএনপির সদস্য সচিব গোলাম রব্বানী পুতুল, সাবেক উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সিরাজ উদ্দিন তালুকদার, তেতুলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইমরান খান চৌধুরী,তেতুলিয়া ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক আব্দুল খালেকসহ উপজেলা বিএনপির অংগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। মানববন্ধনে বক্তারা, স্বৈরাচারী খুনী হাসিনা সরকারের রোষানলে পড়ে সাবেক সফল স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর মিথ্যা মামলায় ফরমায়েসী রায়ে দীর্ঘ ১৭ বছর যাবৎ কারাগারের অন্ধকার প্রকোষ্টে মানবেতর জীবন যাপন করছে। তারা বর্তমান অন্তর্বতীকালীন সরকারের কাছে অবিলম্বে লুৎফুজ্জামান বাবর এর নিঃশর্ত মুক্তির দাবী জানান।