কয়রায় বাংলাদেশ জামায়াতে ইসলামী বাগালী ইউনিয়ন শাখার যুব সমাবেশ
কয়রা (খুলনা) প্রতিনিধিঃ
খুলনার কয়রায় বাংলাদেশ জামায়াতে ইসলামী বাগালী ইউনিয়ন শাখার যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ বিকেলে উপজেলার বাগালী ইউনিয়নের ঐতিহ্যবাহী ঘুগরাকাটি বাজার চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে শত শত ইসলাম প্রিয় জনতা শ্লোগান দিয়ে সমাবেশে উপস্থিত হয়। অধ্যাপক শরিফুল আলমের সভাপতিত্বে প্রদান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জননেতা মাওলানা আবুল কালাম আজাদ কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য, বাংলাদেশ জামায়াতে ইসলামী সহকারী পরিচালক খুলনা অঞ্চল বাংলাদেশ জামায়াতে ইসলামী। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা মিজানুর রহমান আমির বাংলাদেশ জামায়াতে ইসলামী কয়রা উপজেলা, বিশেষ অতিথি মাওলানা রফিকুল ইসলাম আমীর বাংলাদেশ জামায়াতে ইসলামী বাগালী ইউনিয়ন ,হাফেজ মোঃ জাহাঙ্গীর আলম সভাপতি (যুব বিভাগ),
বাংলাদেশ জামায়াতে ইসলামী কয়রা উপজেলা, হাফেজ আব্দুল হামিদ সেক্রেটারি বাংলাদেশ জামায়াতে ইসলামী বাগালী ইউনিয়ন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,তারণ্য নির্ভর ছাত্রসমাজ আমাদেরকে নতুন বাংলাদেশের উপহার দিয়েছে।ছাত্র সমাজের আকাঙ্ক্ষার বাংলাদেশ বিনির্মাণে যুব সমাজকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
এসময় উপস্থিত ছিলেন, উপাধ্যক্ষ মাওলানা গোলাম সরোয়ার সিনিয়র নায়েবে আমির, খুলনা জেলা শুরা ও কর্মপরিষদ সদস্য খুলনা জেলা । এবং বিভিন্ন পত্রিকার সাংবাদিক বৃন্দ।