মেহেরপুরে ১৫ বছর পর জামাতের বিক্ষোভ মিছিল
আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি
মেহেরপুর প্রতিনিধি ঃ মেহেরপুর জেলা জামায়াতে ইসলাম ১৫ বছর পর রোববার বিকেলে বিক্ষোভ মিছিল শেষে সমাবেশ করেছে। ২০১৪ খ্রি. ১৯ জানুয়ারি দিবাগত রাতে পুলিশের কথিত বন্দুক যুদ্ধে নিহত মেহেরপুর জেলা জামাতের সহকারী সেক্রেটারি তারিক মোহাম্মদ সাইফুল ইসলামসহ মেহেরপুরে পুলিশের গুলিতে নিহত প্রতিটি হত্যাকান্ডের বিচার দাবি করেছেন। মিছিলে নেতৃত্ব দেন জেলা জামাতের সেক্রেটারি ইকবাল হোসাইন। রোববার বিকেলে বৃষ্টি উপেক্ষা করে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে শত শত জামায়াত কর্মি বিক্ষোভ মিছিল নিয়ে শহর প্রদক্ষিন করে। নগর উদ্যানে গিয়ে সেখানে এক সমাবেশে জেলা জামাতের আমীর মাওলানা তাজউদ্দীন খানের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- জেলা জামাতের নায়েবে আমির মাওলানা মাহবুব উল আলম, জেলা জামায়াতের সেক্রটারি মো. ইকবাল হোসাইন, জেলা রাজনৈতিক সেক্রেটারি মাওলানা কাজী রুহুল আমিন, সদর উপজেলা আমীর সোহেল রানা, জামায়াতের পৌর আমীর সোহেল রানা ডলার ও পৌর ছাত্র শিবিরের সভাপতি বকুল হোসাইন। বক্তারা সন্ত্রাসী দল হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি জানান।