যারা শাহমখদুম মেডিকেল কলেজ হাসপাতালের ক্ষতি করেছে তাদের বিচার দাবি এমডির
রাজশাহী ব্যুরো ঃরাজশাহীতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে রাজশাহীর শাহ্ মখদুম মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো: মনিরুজ্জামান স্বাধীন আওয়ামী লীগের দু:শাসনের সাথে জড়িত সংশিষ্ট পদস্থ্য ব্যক্তিবর্গ যারা দীর্ঘ ১৫ বছর ধরে এই প্রতিষ্ঠানটিকে ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার জন্য ক্ষতিগ্রস্ত করেছে তাদের উপযুক্ত বিচার দাবি করেছেন। তিনি স্বাস্থ্য উপদেষ্টাকে কলেজটিকে সরেজমিন পরিদর্শন করার জন্য অনুরোধও জানিয়েছেন। শনিবার (১৭ আগস্ট) দুপুরে শাহ্ মখদুম মেডিকেল কলেজ হাসপাতালের কনফারেন্স রুমে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
হাপাতালের ব্যবস্থাপনা পরিচালক মো: মনিরুজ্জামান বলেন, আমাদের মূল দাবি- সুপ্রিম কোটের আপিল বিভাগের রায়ের আলোকে ২০২১ ও ২০২২ শিক্ষাবের্ষের ভর্তিকৃত ছাত্র-ছাত্রীদের রেজিষ্ট্রেশন প্রাপ্তি, চলতি সেশনসহ পরবর্তী সেশনে ছাত্র-ছাত্রী ভর্তির সুযোগ, দোষী ব্যাক্তিদের বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত ও ক্ষতিপূরণ আদায়।
তিনি আরো বলেন, কলেজ প্রতিষ্ঠার আইন অনুসারে সব শর্ত প্রায় পূরণ থাকা সত্ত্বেও আওয়ামী দু:শাসনের সুযোগে অর্থলোভী, সুবিধাভোগী, কুচক্রী কর্মকর্তাদের অনৈতিক আকাংখার কাছে আমরা মাথা নত না করাই প্রতিষ্ঠানটিকে ক্ষতিগ্রস্থ করা হয়েছে। এই কলেজের ব্যবস্থাপনা পরিষদকে জামায়াত-বিএনপির পৃষ্ঠপোষক ট্যাগ দিয়ে সম্ভবনাময় এই প্রতিষ্ঠানটির আনুমানিক দুইশ’ কোটি টাকা ক্ষতি করা হয়েছে। প্রায় ৫০০ মানুষের কর্মসংস্থান নষ্ট করে দেশের অপূরণীয় ক্ষতি করা হয়েছে। #