1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. admin@dailynayakontho.com : unikbd :
বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫, ১১:৪৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
ধামইরহাটে গ্রাম আদালতে মামলা নিষ্পত্তি ও বিচারিক কার্যক্রম পরিদর্শনে ইউএনও কুহু কুহু ডাক যেন কানে বাজে – বিনয় দেবনাথ বিভাগীয় পর্যায়ে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট শুরু রাজশাহী মহানগরীতে অপারেশন ডেভিল হান্টের ৩ জনসহ অন্যান্য অভিযোগে গ্রেপ্তার ২৭ জন চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থী নিহত নওগাঁয়  হাসপাতালে অনিয়মের প্রতিবাদে তালাবদ্ধ তত্ত্বাবধায়ক কার্যালয় নওগাঁয় প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে মানববন্ধন রায়পুরে উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসারদের কর্মবিরতি ভোলায় অপারেশন ডেভিল হান্ট অভিযানে ১ জনকে আটক করলো কোস্টগার্ড রাজশাহী বিশ্ববিদ্যালয় পিডিএফের সভাপতি ফয়সাল, সম্পাদক লতা

ধামইরহাটে জমি নিয়ে দ্বন্দ্বে ৪ জন জখম। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ সোমবার, ১২ আগস্ট, ২০২৪
  • ৩৭ বার পঠিত

ধামইরহাটে জমি নিয়ে দ্বন্দ্বে ৪ জন জখম

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ

নওগার ধামইরহাটে জমি নিয়ে দ্বন্দ্বে প্রতিপক্ষের আঘাতে ৪ জন জখম হয়েছে। উপজেলার পোড়ানগর গ্রামে ঘটনাটি ঘটে। ধামইরহাট হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় ভুক্তভোগী পোড়ানগর গ্রামের মোজাহার আলীর পুত্র বাবুল হোসেন জানান, গত ৭আগষ্ট অনুমান বেলা ১০টার দিকে বাড়ির পাশে জমিতে নিজে বিষ ছিটাতে গেলে একই গ্রামের মতিবুলের পুত্র শাহাদত (৩০) ও আজাহার আলীর পুত্র ওবায়দুল (৪৮) বাধা দেয় এবং বাবুলকে এলোপাথাড়ি মারপিট করে মাথায় ও শরীরে জখম করে। বাবুল হোসেনের বোন লিলিফা বেগম ভাইকে উদ্ধারে এগিয়ে গেলে তাকেও বেধড়ক মারপিট ও শ্লীলতা হানি করে এবং হাত ভেঙে দেয়।  মারপিটের ঘটনা জানতে পেরে বাবুল হোসেনের নিকটজন তোফাজ্জল হোসেনের পুত্র মিনহাজ (১৮) ও ফজিল উদ্দিনের পুত্র ইদ্রিস আলী (৪০) ঘটনাস্থলে উপস্থিত হলে প্রতিপক্ষ শাহাদাত এবং ওবায়দুল ছাড়াও একই গ্রামের আজাহার আলীর পুত্র মতিবুল (৫০),, আব্দুর রহিমের পুত্র  জলিল (৫৫), আবু তালেবের পুত্র মন্টুমিয়া (৫০), মতিবুল হোসেনের স্ত্রী ফাইমা খাতুন (৪০), জুলেখা,বিউটি সহ আরও ৪/৫ জন লাঠি ও দেশি অস্ত্রে সজ্জিত ও  সঙ্ঘবদ্ধ হয়ে  আজাহার আলীর হুকুমে এলোপাতাড়ি মারপিটে মিনহাজ ও ইদ্রিসের মাথায় ও শরীরের বিভিন্ন অংশে জখম করে। বাবুল হোসেনের ছেলে ওয়ালিদ এবং সাবেক ইউপি মেম্বার মিলন হোসেন স্থানীয় লোকের সহযোগিতায় মিনহাজ কে চিকিৎসার জন্য জয়পুরহাট হাসপাতালে এবং বাবুল হোসেন,  লিলিফা, ও ইদ্রিসকে  চিকিৎসার জন্য ধামইরহাট হাসপাতালে ভর্তি করান। প্রতিপক্ষ মতিবুলের পুত্র শাহাদতের সংগে মুঠোফোনে ০১৭৩৮-৭৬৫১২০ নম্বরে যোগাযোগ করলে তিনি  বলেন, ” দ্বন্দ্ব যুক্ত জমি নিয়ে আপোষে বসবার  কথা ছিল, বৈঠকের আগেই  বাবুল হোসেন জমিতে গেলে আমার মা ইউপি মেম্বার ফাইমা খাতুন বাধা দেয়, তাতে বাবুল হোসেনের লোকজনই আমাদেরকে মারপিট করে এবং ভাংচুর করে। আমাদের পক্ষের চার-পাঁচজন লোক জখম হয়। আমরা এই এই দ্বন্দ্বের অবসান চাই।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
২০২৫ © সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD