পোরশায় শহীদ ছাত্রদের প্রতি বিএনপির দোয়া ও মিলাদ মাহফিল
পোরশা (নওগাঁ) প্রতিনিধিঃ
পোরশা উপজেলা বিএনপি কোটা সংস্কার ছাত্র আন্দোলনে শহীদ ছাত্রদের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল ও আলোচনা সভার আয়োজন করেছে।
আজ রোববার ১১জুলাই২০২৪ বেলা ১১টায় উপজেলার সোমনগর উচ্চ বিদ্যালয় মাঠে এ মাহফিলের আয়োজন করা হয়েছে। হাফেজ মাওলানা আব্দুল হক শাহ সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন আলহাজ্ব শফিউদ্দিন মন্ডল।
ছাত্রদের ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে কোটা সংস্কার আন্দোলন করেন। আন্দোলন দমাতে মাঠে নামেন পুলিশ বাহিনী। নির্বিচারে গুলি চালালে এতে মারা যান বহুসংখ্যক ছাত্রছাত্রী সহ সাধারণ মানুষ। তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন উপস্থিত সবাই।
এনামুল হক শাহ্ র সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, পোরশা উপজেলা বিএনপি যুবদল সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ, সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল কালাম।
দেশ স্বাধীন হয়েছে দেশকে পুনর্গঠনে সবাই আমরা উজ্জীবিত সতর্ক অবস্থান করব যে কোন বাধা-বিপত্তিতে আমরা বুক পেতে দিব বলে জানান উপস্থিত বক্তারা।
বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমানের সার্বিক ব্যবস্থাপনায় আলোচনা সভায় শেষ করে কাঙ্গালী ভোজের আয়োজন করেন। আলোচনা শেষে তাদের মাগফেরাত করে আল্লাহর কাছে প্রার্থনা করেন তারা। খানা পরিবেশনে তিনি সার্বক্ষণিক নজর রাখেন।