পোরশায় আওয়ামী লীগ সভাপতির দলীয় অফিস বাড়ি দোকান ভাঙচুর
ইসমাইল হোসেন পোরশা নওগাঁ প্রতিনিধিঃ
প্রধানমন্ত্রীর শেখ হাসিনা পদত্যাগ ও দেশ ছেড়ে পলায়ন করায় পোরশা উপজেলার আওয়ামী লীগের নেতা কর্মীদের বাড়ি দোকান ঘর আওয়ামী লীগ দলীয় অফিস ভাঙচুর ও অগ্নি সংযোগ করা হয়েছে।
গত রাত থেকে আজ সারাদিন পোরশা উপজেলার ৬ ইউনিয়নের বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের উপজেলা সভাপতি সাধারণ সম্পাদক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সভাপতি ইউনিয়ন সাধারণ সম্পাদক ও বিভিন্ন প্রভাবশালী নেতাকর্মীদের দোকানপাট বাড়ি ঘর ভেঙ্গে চুরমার ও অগ্নি সংযোগ করেছেন হামলাকারীরা। তারা বাড়িঘর ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন।
নিতপুর ইউপি চেয়ারম্যান এনামুল হকের বাড়ি হাবিব মাস্টারের বাড়ির দরজা জানালা ও আসবাবপত্র ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
এদিকে সারাইগাছি মোড়ে নুরুজ্জামান মোহরী, তোজাম্মেল ও আওয়ামী লীগের দলীয় অফিসের আসবাবপত্র মটর সাইকেল বের করে রাস্তায় পুড়িয়ে দিয়েছে হামলাকারীরা।
আরো জানা গেছে সাবেক উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল ইসলামের বাড়ি মোটরসাইকেল উড়ে দিয়েছেন তাছাড়া গাংগরিয়া বাজারের আনোয়ারুল চেয়ারম্যানের ভাইয়ের দোকান ঘর ভেঙ্গে মাল নিয়ে গেছে বলে জানা যায়।