খুলনায় চেয়ারম্যান হত্যাকান্ডে জেলা আ’লীগ নেতা তারা বিশ্বাস আটক
শাকিল শেখ :স্টাফ রিপোর্টার ঃ খুলনায় ডুমুরিয়া ইউনিয়ন চেয়ারম্যান রবিউল ইসলাম রবি হত্যাকান্ডের ঘটনায় জিজ্ঞসাবাদের জন্য জেলা আওয়ামী নেতা ডুমুরিয়া উপজেলা নির্বাচনে পরাজিত চেযারম্যান প্রার্থী আজগর আলী তারা বিশ্বাসকে আটকের খবর পাওয়া গেছে।
জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাইদুর রহমান “দৈনিক নয়া কন্ঠ ” কে জানান, এ বিষয়ে পরবর্তীতে গণমাধ্যমেকে জানানো হবে।
গত ৬ জুলাই রাত ১০টার দিকে ডুমুরিয়া থেকে মোটরসাইকেলযোগে খুলনার নিরালায় বাসায় ফেরার পথে গুটুদিয়া এলাকায় তার গতিরোধ করে সন্ত্রাসীরা। এসময় তাকে লক্ষ করে একাধিক রাউন্ড গুলি বর্ষন করা হয়। তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে ডুমুরিয়া থানা মামলা দায়ের করেছেন।