পোরশায় আদালতের পথে পুলিশ হেফাজতে আসামী পলায়ন
পোরশা (নওগাঁ) প্রতিনিধিঃ
নওগাঁর পোরশায় আলম হোসেন(৩০) নামের দীর্ঘ দিনেরএক ওয়ারেন্টভুক্ত আসামী পুলিশের হেফাজত থেকে পালিয়ে গেছে। সে পোরশা উপজেলার নিতপুর জেলেপাড়া সোহরাব হোসেনের ছেলে।
সূত্র জানায়, ওয়ারেন্টভুক্ত আসামী আলমকে গতকাল সোমবার তার বাড়ি থেকে আটক করে থানা হাজতে রাখেন তাকে পোরশা থানা পুলিশ । আজ মঙ্গলবার দুপুরে তাকে আদালতে প্রেরণ করার জন্য বাসে করে নওগাঁ উদ্দেশ্যে দুই পুলিশ সদস্য রওনা হয়। বাসটি বেলা ১:৩০ মি: মহাদেবপুর বাস স্ট্যান্ডে থামলে ওই দুই পুলিশ সদস্য আসামী আলমকে বাসের সিটে বসে রেখে চা খেতে যান। এ সুযোগে আলম চোখের আড়ালে বাস থেকে নেমে পালিয়ে যায়।
এ ব্যাপারে জানতে চেয়ে পোরশা থানার ওসি আতিয়ার রহমানের কাছে বার বার মোবাইল ফোনে চেষ্টা করেও তিনি ফোন রিসিভ করেননি।