মেহেরপুরের মহিলা কলেজ মোড়ের মোবাইলের দোকানে দুঃসাহসিক চুরি
মেহেরপুর প্রতিনিধি
মেহেরপুর শহরের মহিলা কলেজ মোড় বাদল- ফেন্সী মার্কেটে এস আর টেলিকম মোবাইলের দোকানে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। সঙ্গবদ্ধ চোর প্রায় ৪০ লক্ষ টাকার মূল্যের মোবাইল ফোন চুরি করে নিয়ে গেছে।
রবিবার (৭ জুলাই) সকাল ৭টার দিকে এ চুরির ঘটনা ঘটে। জানা গেছে, মেহেরপুর শহরের মহিলা কলেজ মোড়ে সকাল ৭টার দিকে সঙ্গবদ্ধ একটি চোরের দল এস আর টেলিকমের শাটারে লাগানো তালা ভেঙে ভিতরে প্রবেশ করে দুই শতাধিক মোবাইল নিয়ে চলে যাই। চোরের দল যাওয়ার সময় অন্য একটি তালা লাগিয়ে দিয়ে যাই।
এস আর টেলিকমে স্বত্বাধিকার সাইদুর রহমান শাহীন তার কর্মচারীদের নিয়ে দোকান খুলতে গিয়ে নতুন তালা দেখে সন্দেহ হয়। পরে পাশের একটি তালা খুলে ভিতরে প্রবেশ করে মোবাইল শূন্য র্যাক দেখতে পেয়ে চিৎকার শুরু করেন।