বগুড়ায় হেরোইন ও ১৪‘শ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ি গ্রেফতার
বিশেষ প্রতিনিধি
বগুড়ায় ১ হাজার ৪ শত পিস ইয়াবা ও ১৪০ গ্রাম হেরোইনসহ এক নারী মাদক ব্যবসায়িকে গ্রেফতার
করেছে বগুড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
রোববার সন্ধ্যায় শহরের চকসূত্রাপুর চামড়াগুদাম এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার নারী, বগুড়া শহরের চকসূত্রাপুর চামড়াগুদাম এলাকার মোঃ রাজ্জাক আলী স্ত্রী মোছাঃ চাম্পা বেগম (৪৪)।
তারা চামড়াগুদাম এলাকায় প্রভাবশালী হাই পাওয়ার ও হাইভোল্টেজের এর বাড়ির নিচতলায় ভাড়া থাকতেন।
জানা গেছে, রোববার (৩০ জুন) সন্ধ্যায় শহরের চকসূত্রাপুর চামড়াগুদাম এলাকায় এক প্রভাবশালী বাড়ির দোতালা বিল্ডিং এর নিচতলায় মোছাঃ চাম্পা বেগমের তিনটি কক্ষে অভিযান চালিয়ে ১ হাজার ৪ শত পিস ইয়াবা ও ১৪০ গ্রাম হেরোইন উদ্ধার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মাদক ব্যবসায়ি চাম্পাকে গ্রেফতার করে।