বগুড়ায় জাল নোট ৭০ হাজার টাকা সহ দুইজনকে গ্রেফতার।
বিশেষ প্রতিনিধি
বগুড়ায় জাল নোট ৭০ হাজার সহ দুজনকে করেছে বগুড়া জেলা গোয়েন্দা বিভাগ আসন্ন কুরবানী ঈদ উপলক্ষে জাল টাকা কারবারিদের দৌরত্ব বৃদ্ধি পেয়েছে।
বগুড়া জেলা গোয়েন্দা বিভাগের বিশেষ পুলিশের চৌকস টিম এসআই মজিবর রহমান ও এএসআই রানা হামিদ সহ জাল নোট ৭০ হাজার টাকার নোট সহ জাল কারবারি প্রধান রকিবুলকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন
নওগাঁ জেলার রানীনগর থানার গ্রাম খাস পারইল উত্তরপাড়া হাজরা পুকুর পিতা মৃত ছলিম উদ্দিন এর পুত্র জাল টাকার কারবারি রফিকুল ইসলাম (৪৬) কে, ৭০ হাজার টাকার জাল নোটসহ বগুড়া জেলা গোয়েন্দা পুলিশ গ্রেফতার করে।
জাল টাকা কারবারের অপরাধের বিশেষ ক্ষমতা আইনে বগুড়া সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।