মনোহরদীতে দুলাল বি এস সি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঈদ ও বর্ষবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে
খন্দকার সেলিম রেজা
স্টাফ রিপোর্টার
আজ রবিবার ১৪ ই এপ্রিল ২০২৪ খ্রি. নরসিংদীর মনোহরদীতে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে দুলাল বি এস সি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ঈদ ও বর্ষবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।রবিবার প্রহেলা বৈশাখ ১৪৩১ মোতাবেক রাত ৮ ঘটিকায় মনোহরদী উপজেলাধীন কৃষ্ণপুর ইউনিয়নে অবস্থিত দুলাল বি এস সি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ খাইরুল ইসলাম সুমন এর সঞ্চালনায় ঈদ বর্ষবরণ উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।দুলাল বি এস সি সরকারী প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি জনাব হামিদা বেগম এর সভাপতিত্বে কৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মাহবুবুর রহমান দুলাল বি এস সি এর পৃষ্টপোষকতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা থাকলেও বিশেষ কারণে উপস্থিত থাকতে পারেন নি বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির অন্যতম নির্বাহী সদস্য মাননীয় শিল্পমন্ত্রী মহোদয়ের সু-যোগ্য উত্তরসূরী,জনাব মঞ্জুরুল মজিদ মাহমূদ সাদী।উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন,মনোহরদী উপজেলা সহকারী শিক্ষা অফিসার জনাব মাসুদুর রহমান,প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন,মনোহরদী উপজেলা আওয়ামীলীগের সংগ্রামী সভাপতি ও উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদপ্রার্থী,জনাব এড.মো.ফজলুল হক,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বিশিষ্ট ব্যবসায়ী জনাব আবুল ফজল জামান,কৃষ্ণপুর ইউনিয়ন আওয়ামীলীগের ৬ নং ওয়ার্ডের সভাপতি জনাব আবুল ফজল জুয়েল,কৃষ্ণপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের সদস্য জনাব আলমগীর হোসেন,দুলাল বি এস সি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব আফরিন সুলতানা এবং কৃষ্ণপুর ইউনিয়ন ৬ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি জনাব জয়নাল আবেদীন,প্রবাসী জনাব মোঃরুবেল মিয়া,জনাব মোঃখাইরুল ইসলাম,বিশিষ্ট ব্যবসায়ী,জনাব রুমেল মিয়া,জনাব রাসেল মিয়া ও জনাব হৃদয় মাঝি প্রমূখ।উক্ত অনুষ্ঠানে সাংস্কৃতিক পর্বে প্রথমে দুলাল বি এস সি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ক্ষুদে শিক্ষার্থীরা ও পরে মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যায় আমন্ত্রিত অতিথিবৃন্দ অংশগ্রহণ করে নৃত্য ও গানে গানে দর্শকদের মাতিয়ে তুলে।