রাজশাহীতে বর্ণিল আয়োজনে বর্ষবরণ
মাসুদ রানা রাজশাহীঃরাজশাহীতে বর্ণিল আয়োজনে বর্ষবরণ অনুষ্ঠান ব্যাপক উৎসাহ উদ্দীপনার মাধ্যম দিয়ে শুুরু হয়েছে । রোববার (১৪ এপ্রিল) সকাল ৭টায় নগরীর আলুপট্টিতে পদ্মা নদীর পাশে বটতলায় সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে অনুষ্ঠানের সুচনা হয়।
অনুষ্ঠানের শুরুতেই বৈশাখী গানের মাধ্যমে নতুন বছরের প্রথম সকালকে বরণ করে নেওয়া হয়। সকাল ৮টায় শুরু হয় মঙ্গল শোভাযাত্রা। পদ্মা নদীর পাশে বটতলা থেকে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আলুপট্টি মোড়ে এসে শোভাযাত্রা শেষ হয়। এরপরই শুরু হয় পান্তা ইলিশ খাবার আয়োজন ।
রাজশাহী কলেজে সকাল ১০টায় মঙ্গল শোভাযাত্রা বের হয়। এরপর সাড়ে ১০টা থেকে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়া বিকেল ৫টা থেকে পদ্মা পাড়ের লালন মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। পদ্মা গার্ডেন , সহ বিভিন্ন জায়গাতে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
আয়োযোকরা যানান, সুন্দরভাবে সব আয়োজন শুরু হয়েছে। তবে এবছর ঈদের কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নববর্ষের অনুষ্ঠান হচ্ছে না। ছুটি শেষ হলে চারুকলার আয়োজনে বৈশাখী অনুষ্ঠানের আয়োজন করা হবে বলে জানান।