মেহেরপুরে “বাড়ি মেহেরপুর” এর উদ্যোগে ঈদ উপহার বিতরণ
মেহেরপুর প্রতিনিধি
“বাড়ি মেহেরপুর” সামাজিক গ্রুপের উদ্যোগে মেহেরপুরে মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
রবিবার (৭ এপ্রিল) দুপুর ১১ টার দিকে শহরের পুরাতন বাস স্ট্যান্ডে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর সংলগ্ন বাড়ি মেহেরপুর গ্রুপের প্রধান কার্যালয়ে এ বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বাড়ি মেহেরপুর গ্রুপের প্রতিষ্ঠাতা এডমিন এম এম নুরুজ্জামান বাবুর সার্বিক সহযোগিতায় বিতরণী অনুষ্ঠানে বাড়ি মেহেরপুর গ্রুপের এডমিন মোহাম্মদ রিনু, আসাদুজ্জামান খান রাজ, মডারেটর মিলি ইসলাম, নাসরিন বিনতে মেরাজ, এম এ মাবুদ প্রমূখ উপস্থিত ছিলেন।
এসময় ১শত অসহায় মানুষদের মাঝে চাল, ডাল, আটা, তেল, চিনি, সেলাই, লবনসহ বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।