সাভারে মশা নিধন কর্মসূচী।
মোঃ রাজিবুল ইসলাম, স্টাফ রিপোর্টার
বিশিষ্ট সমাজ সেবক মানবদরদী আহমেদ ফয়সাল নাইম তুর্য্য এর উদ্দোগে সাভার পৌরসভার প্রতিটি ওয়ার্ডে জনগনের সেবা করার লক্ষে মশা নিধন কার্যক্রম শুরু করেছেন।
তিনি সাভার পৌরসভার ৯টি ওয়ার্ডে মশা নিধন করে সাভার আশুলিয়ার জনগনের সুবিধার্থে উপজেলা পর্যায়ে কাজ করবেন বলে জানিয়েছেন।
ম্যান ফর ম্যান ফোর্সের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মোঃ রাজিবুল ইসলাম মহতি কার্যক্রমে আহমেদ ফয়সাল নাইম তুর্য্য ভাইয়ের পাশে থেকে শ্রম দিয়ে সার্বিকভাবে সহযোগিতা করেছেন প্রতিনিয়ত। রাজিবুল ইসলাম আরো বলেন, আহমেদ ফয়সাল নাইম তুর্য্য এর মত সমাজের সকল সমাজ সেবক, জনপ্রতিনিধি, সম্ভ্রান্ত পরিবারের লোকজন নিজস্ব উদ্দোগে কার্যক্রমে অংশগ্রহন করার জন্য।
সবাই মিলে কার্যক্রমে অংশ গ্রহন করলে দ্রুত সময়ের মধ্যে আমরা এলাকা থেকে মশা নিধন করতে পারবো। তিনি সর্বদা মানবিক কাজে পাশে থাকবেন বলে জানিয়েছেন।
গত ২৯-০৩-২০২৪ তারিখ শুক্রবার জুম্মার নামায আদায় করে সাভার পৌরসভার ৭ নং ওয়ার্ডের প্রতিটি গলি ও বাসার আশেপাশে ঔষধ প্রয়োগ করেছেন।
মশা নিধনের সময় এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারন জনগন উপস্থিত ছিলেন।
আজ ৩১ তারিখ ৭ নং ওয়ার্ডের জমিদার বাড়ি থেকে শাহীবাগ, বিরুলিয়া রোড, স্বরনীকা এলাকার একাংশ সম্পন্ন করা হয়েছে।
প্রতিনিয়ত মশা নিধন কার্যক্রম চলমান থাকবে ইনশাআল্লাহ।