নওগাঁয় স্বাধীনতা দিবস উপলক্ষে জেলা গ্রন্থাগারে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
আবু রায়হান রাসেল নওগাঁ প্রতিনিধি : নওগাঁয় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৪ উপলক্ষে “বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক নেতৃত্ব ও দেশের উন্নয়ন” শীর্ষক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকাল সাড়ে ৩টা থেকে জেলা সরকারি গণগ্রন্থাগার এই আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে।
জেলা গণগ্রন্থাগার মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা লাইব্রেরিয়ান এস এম আশিফ।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মোঃ শরিফুল ইসলাম খান।
প্রধান আলোচক হিসেবে আলোচনা করেন জেলা তথ্য অফিসের উপ-পরিচালক আবু সালেহ মোঃ মাসুদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে আলোচনা করেন নওগাঁ জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও নবনাট্য সংঘের সাধারণ সম্পাদক মোঃ কায়েস উদ্দিন।
পরে জেলা গণগ্রন্থাগার মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এসব প্রতিযোগিতায় প্রায় ৫০ প্রতিযোগী অংশগ্রহণ করে।