শেরপুর ঝিনাইগাতীতে কবরস্থান থেকে কঙ্কাল চুরির চেষ্টাই একজন গ্রেফতার
আল-আমিন স্টাফ রিপোর্টার ঃ শেরপুর ঝিনাইগাতী থানার জামে মসজিদ মহল্লার কবরস্থান থেকে সোমবার মৃত ব্যক্তির কঙ্কাল চুরি করতে গিয়ে একজনকে গ্রামবাসীরা আটক করেছে। জানাযায় আটককৃত ব্যক্তির নাম নওশেদ আলী। তার বাড়ি নালিতাবাড়ী থানার নন্নী এলাকার কৈরাকৈরি গ্রামে। গ্রামবাসীরা জানান, সোমবার রাত সাড়ে আটটার দিকে নওশেদ আলীকে কবরস্থানে একটি কবর খুঁড়তে দেখা যায়। এতে সন্দেহ হওয়ায় গ্রামবাসীরা তাকে আটক করে। আটককৃত নওশেদ আলীকে জিজ্ঞাসাবাদ করায় কঙ্কাল চুরির কথা স্বীকার করে। পরে গ্রামবাসীরা নওশেদ আলীকে ঝিনাইগাতী থানায় হস্তান্তর করে।
এ বিষয়ে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদল এর সাথে কথা বলে জানা যায়, ঘটনা সত্যতা যাচাই এর কাজ চলছে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।