মোঃ সুজন খন্দকার, রাজবাড়ী
পাংশা মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে ০৫ জন গ্রেফতারী পরোয়ানাভুক্ত, ০১ জন নিয়মিত মামলা ও অন্যান্য মামলার ১ জন আসামীসহ সর্বমোট ০৭ জন আসামী গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার ২৫শে ফেব্রয়ারী বিকালে ওসি স্বপন কুমার মজুমদার এক প্রেস নোটের মাধ্যমে জানান,
২৪ ও ২৫ ফেব্রুয়ারী পাংশা মডেল থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে, গ্রেফতারী পরোয়ানভুক্ত আসামী বিলসারিন্দা তেনাপেচা গ্রামের মৃত বাছের ভুইয়ার ছেলে ১। শাহ আলম (২৫) ও ২। সাগর ওরফে সাগর খাঁ, বুদাই খাঁ ওরফে বুদো (২৬),কে, ও দক্ষিণ খোদ্দবসা গ্রামের ওমর আলি মোল্লার ছেলে
৩। জীবন মোল্লা (২২), একই গ্রামের বাবলু মন্ডলের ছেলে ৪। মোঃ কামরুল (২৪) এবং
মাগুড়াডাঙ্গী গ্রামের আজাহার আলির ছেলে
৫। মোঃ মিন্টু শেখ (৩৩), এবং নিয়মিত মামলার আসামী, আহলাদীপুর গ্রামের ইউসুফ আলির ছেলে ৬। মোঃ ইমারত নইল্যা (৩২), এবং ১৫১ ধারার আসামী ছেউরিয়া গ্রামের বাদশার মন্ডলের ছেলে ৭। মোঃ রাসেল মন্ডল(২৮),কে গ্রেপ্তার করেছে পাংশা থানা পুলিশ। পরে আসামীগণদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।