ভালুকায় বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু
ইমন সরকার, ভালুকা উপজেলা প্রতিনিধি
ময়মনসিংহের ভালুকা উপজেলায় বেপরোয়া গতির একটি মোটরসাইকেলের ধাক্কায় মোফাজ্জল হোসেন খান (৭৮) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন।
শুক্রবার (৪ এপ্রিল ২০২৫) সন্ধ্যায় উপজেলার ভরাডোবা-ঘাটাইল সড়কের বান্দিয়া এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।
নিহত মোফাজ্জল হোসেন খান বান্দিয়া গ্রামের বাসিন্দা এবং মৃত নূর হোসেন খানের ছেলে। এলাকায় তিনি একজন সম্মানিত ও সুপরিচিত ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, মাগরিবের নামাজ শেষে বাড়ি ফেরার পথে সড়ক পার হওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির মোটরসাইকেল তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।
স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
দুর্ঘটনার পর মোটরসাইকেল চালক ঘটনাস্থলেই যানটি ফেলে রেখে পালিয়ে যায়।
এ বিষয়ে ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শামছুল হুদা খান জানান, “ঘটনার খবর পাওয়ার পরপরই পুলিশকে হাসপাতালে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে এবং ঘাতক চালককে শনাক্ত ও আটক করার চেষ্টা চলছে।”
বৃদ্ধের মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা বেপরোয়া গতির যানবাহন নিয়ন্ত্রণে প্রশাসনের কঠোর পদক্ষেপ দাবি করেছেন।