1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. nayakontho@gmail.com : nayakontho :
  3. admin@dailynayakontho.com : unikbd :
শনিবার, ১২ এপ্রিল ২০২৫, ০৩:০৫ অপরাহ্ন
শিরোনামঃ
নওগাঁর নিয়ামতপুরে গাছ কাটাকে কেন্দ্র করে আওয়ামীলীগ-বিএনপির সমর্থকদের মধ্যে মারামারি, নিহত ২ নড়াইল ও কালিয়ায় ছুরিকাঘাতে ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই ব্যক্তি খুন আহত ৩০ শুভ নববর্ষ ডাক্তারের অবহেলায় রোগীর অকাল মৃত্যু! পুলিশের উপস্থিততে চিকিৎসককে মারধর রাবি ভর্তি পরীক্ষা শুরু কাল, থাকছে পাঁচ স্তরের নিরাপত্তা দূর্ঘটনা রোধে ট্রাফিক সিগনাল স্থাপন করলো রাবি ছাত্রদল ফিলিস্তিন ইস্যুতে ভালুকা উত্তাল: জুমার পর সিডস্টোর বাজার কেন্দ্রীয় জামে মসজিদ থেকে গণমিছিল আমতলীতে জলবায়ু সংকট নিরসনের দাবীতে মানবন্ধন কর্মসূচী পালন আমতলী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও চাওড়া ইউপি চেয়ারম্যান বাদল খানকে গ্রেপ্তার করে কারাগারে প্রেরন ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি জয়নাল, সম্পাদক কবির

লামায় মাসিক আইন শৃঙ্খলা সভায় পরিবেশ রক্ষায় ইটভাটা বন্ধের দাবি

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫
  • ৬৩ বার পঠিত

লামায় মাসিক আইন শৃঙ্খলা সভায় পরিবেশ রক্ষায় ইটভাটা বন্ধের দাবি

মোঃ শফিকুল ইসলাম তুহিন বান্দরবান প্রতিনিধি 

লামায় মাসিক আইন শৃঙ্খলা সভায় পাহাড় কর্তন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সাংবাদিকরা।

মঙ্গলবার (১৮ মার্চ) উপজেলা নির্বাহী অফিসার মোঃ মঈন উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত মাসিক আইন শৃঙ্খলা সভায় বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রুপায়ন দেব, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: শোভন দত্ত, লামা প্রেসক্লাব সভাপতি বীর মুক্তিযোদ্ধা প্রিয়দর্শী বড়ুয়া।

উপজেলার বিভিন্ন স্থানে পাহাড় কর্তনে আশঙ্কা প্রকাশ করে সভায় বলা হয়, সন্ত্রাসীদের সাথে সংগ্রাম করে টেকা যায়। প্রকৃতির সাথে লড়াই করে বাঁচা যায় না।

বেসরকারি সংস্থা বিশেষ করে খ্রীষ্টান মিশনারীগুলো যত্রতত্র পাহাড় কর্তন করে স্থাপনা নির্মাণ করার অভিযোগ উঠেছে আইন শৃঙ্খলা সভায়।

চলতি মৌসুমে তামাক ক্রয়বিক্রয় ও পরিবহন কেন্দ্রীক কোনো জটিলতা সৃষ্টি যেন না হয়, সেদিকে সর্বমহলকে সজাগ থাকতে আহ্বান জানানো হয়।

ইটভাটা সমুহ সম্পুর্ন বন্ধ করার দাবি জানান উপজেলা বিএনপি সভাপতি আঃ রব। নতুন দায়িত্বে থাকাদের নতুন করে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, গাছ পাচার রোধে বন বিভাগকে কঠোর হতে হবে।

জামায়াত সভাপতি কাজী ইব্রাহীম বলেন, মাসিক মিটিংয়ের প্রস্তাবগুলো বাস্তবায়ন ও অগ্রগতি সম্পর্কে পরবর্তী সভায় জানানো হোক। ট্যাুরিষ্ট পুলিশ মোতায়েন করা ও ব্যক্তিমালিকরা জরুরী ভিত্তিতে আর্থিক সংকট মোচনের লক্ষে ৫-১০ টি গাছ কর্তন বাজারজাত অনুমতি (হোম পার্মিট) চালু করার দাবি জানানো হয়।

লামা থেকে সরাসরি চট্টগ্রামে বাস সার্ভিস বন্ধ করে দিয়েছে চকোরিয়া
বাসমালিক সমিতি। এর ফলে যাত্রী ভোগান্তি হচ্ছে। বর্তমানে ঢাকার সাথে সরাসরি যোগাযোগ করা শ্যামলী পরিবহনটিও বন্ধ করার চক্রান্ত চলছে। এই অবস্থায় সরকারি পরিবহন বিআরটিসিকে এগিয়ে আসার অনুরোধ জানানোর দাবি করেন সিনিয়র সাংবাদিক মুহাম্মদ কামালুদ্দিন।

সভার সভাপতি বলেন, দূর্গম এলাকায় গাছ, বাঁশ তামাক কেন্দ্রিক ব্যবসা থেকে চাঁদা নিয়ে সন্ত্রাসীরা সে টাকায় অস্ত্র যোগান পাচ্ছে। অবৈধ অস্ত্র কেনার এসব উৎস মূলে তীক্ষ্ণ নজরদারি রাখছেন প্রশাসন।

তিনি আরো বলেন, সন্ত্রাসী তৎপরতাসহ যে কোনো বেআইনি কাজের বিষয়ে তথ্যের সঠিকতা ও সময়ের মুল্যায়ন করতে হবে। প্রশাসন সব সময় সবার মোবাইল গুরুত্বের সাথে রিসিভ করে।

পরিবেশ রক্ষার বিকল্প নেই। পর্যটন রিসোর্টগুলোতে নতুন করে গাছ সৃজন, করতে হবে। জীববৈচিত্র্য রক্ষা করতে হলে বনজ বৃক্ষের পাশাপাশি ফলদ বৃক্ষ সৃজন করতে হবে। বনের হাতি বনে থাকার বিষয়টি নিশ্চিতসহ বন ও বন্য প্রাণি নিয়েই আমাদের জীবন পরিবেশ রক্ষা করতে হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
২০২৫ © সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD