বগুড়া শেরপুর থানা পুলিশ সেনাবাহিনীর যৌথ অভিযানে ধারালো বার্মিজ চাকুসহ একজন গ্রেফতার
বিশেষ প্রতিনিধি:
বগুড়ার শেরপুর থানা পুলিশ এবং সেনাবাহিনীর যৌথ অভিযানে, একটি অত্যাধুনিক ধারালো বার্মিজ চাকু সহ গ্রেফতার একজন, অস্ত্র আইনে মামলা দায়ের।
থানা সূত্রে জানা যায় ,শেরপুর থানা পুলিশ এবং সেনাবাহিনী যৌথ অভিযান পরিচালনাকালে ১৭ ই মার্চ আনুমানিক সাড়ে বারোটার সময় পৌরসভাধীন দাড়কিপাড়া রোড টাউন কলোনী গ্রামস্থ জনৈক মোঃ আশেক মাহমুদ রুমান (৪১), পিতা-মৃত ইবনে মোস্তফা @ তাজ, এর বাড়ির সামনে পাকা রাস্তার উপরে হইতে আসামী মোঃ বাচ্চু মিয়া (৪৬), পিতা-মৃত ছলিম উদ্দিন, সাং-কোর্টপাড়া, থানা-শেরপুর, জেলা-বগুড়াকে আটক করা হয়।
তার হফোজত হতে একটি বার্মিজ চাকু, যাহা বাট সহ লম্বা ১০ ইঞ্চি উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে শেরপুর থানার মামলা নং-২০, তারখি- ১৭ র্মাচ, করা হয়।
অত্র মামলার আসামিকে
বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়।