1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. nayakontho@gmail.com : nayakontho :
  3. admin@dailynayakontho.com : unikbd :
শনিবার, ১২ এপ্রিল ২০২৫, ০৩:০৪ অপরাহ্ন
শিরোনামঃ
নওগাঁর নিয়ামতপুরে গাছ কাটাকে কেন্দ্র করে আওয়ামীলীগ-বিএনপির সমর্থকদের মধ্যে মারামারি, নিহত ২ নড়াইল ও কালিয়ায় ছুরিকাঘাতে ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই ব্যক্তি খুন আহত ৩০ শুভ নববর্ষ ডাক্তারের অবহেলায় রোগীর অকাল মৃত্যু! পুলিশের উপস্থিততে চিকিৎসককে মারধর রাবি ভর্তি পরীক্ষা শুরু কাল, থাকছে পাঁচ স্তরের নিরাপত্তা দূর্ঘটনা রোধে ট্রাফিক সিগনাল স্থাপন করলো রাবি ছাত্রদল ফিলিস্তিন ইস্যুতে ভালুকা উত্তাল: জুমার পর সিডস্টোর বাজার কেন্দ্রীয় জামে মসজিদ থেকে গণমিছিল আমতলীতে জলবায়ু সংকট নিরসনের দাবীতে মানবন্ধন কর্মসূচী পালন আমতলী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও চাওড়া ইউপি চেয়ারম্যান বাদল খানকে গ্রেপ্তার করে কারাগারে প্রেরন ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি জয়নাল, সম্পাদক কবির

চাঁপাইনবাবগঞ্জে বাংলাদেশ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

  • প্রকাশিতঃ শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৬৫ বার পঠিত

চাঁপাইনবাবগঞ্জে বাংলাদেশ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :
বাংলাদেশ প্রেসক্লাব চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ ফেব্রুয়ারী) দুপুরে টাউন ক্লাব মিলনায়তনে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে আজকের সংবাদের জেলা প্রতিনিধি মো. হাসান ডলারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বাংলাদেশ প্রেসক্লাব কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি ফরিদ খান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বাংলাদেশ প্রেসক্লাব রাজশাহী বিভাগের সাধারণ সম্পাদক মো. হাসান ইমাম তালুকদার।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ সাংবাদিকরা দেশের স্বার্থে নানারকম সংবাদ পরিবেশন করেন। যার কোনটা পক্ষে আবার কোনটা বিপক্ষে হয়। কিন্তু আমাদের মনে রাখতে হবে পক্ষপাতিত্ব সাংবাদিকতা নয়। বিদ্বেষ মূলক সংবাদ প্রচার সাংবাদিকের কাজ নয়।

তিনি আরো বলেন, মাল্টিমিডিয়া বা এই ডিজিটাল প্লাটফর্মের সময়ে সাংবাদিকদের কাজের পরিধি বেড়েছে। সেই সাথে বেড়েছে সংবাদকর্মী। তবে তাদের উপযুক্ত কোন প্রেসক্লাব নেই। আর তাই রেজিষ্ট্রেশনভূক্ত একমাত্র সাংবাদিক সংগঠন বাংলাদেশ প্রেসক্লাবে জেলার সকল সংবাদকর্মীদের একসাথে এক ছাদের নীচে আসার আহ্বান জানান সাংবাদিক ফরিদ খান।

সম্মেলনের প্রধান আলোচক বাংলাদেশ প্রেসক্লাব রাজশাহী বিভাগীয় সভাপতি আব্দুল হালিম মন্ডল বলেন, জেলার সাংবাদিকদের নানাবিধ সমস্যা, দু:খ নিয়ে কাজ করে বাংলাদেশ প্রেসক্লাব। জেলার সাংবাদিকদের একত্রিত করে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে শেখার একটি প্লাটফর্ম হচ্ছে এই সংগঠন। আর তাই বিচ্ছিন্নভাবে নয় একত্রিত হয়ে মানুষের কল্যাণে কাজ করার আহ্বান জানান তিনি।

সম্মেলন শেষে মোহনা টিভির জেলা প্রতিনিধি নাসিম আলীকে সভাপতি ও দৈনিক আমার সময়ের নিজস্ব প্রতিবেদক মো. আলমগীর হোসেনকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট জেলা কমিটি ঘোষণা করা হয়।

এর আগে জেলার ৫ উপজেলার কমিটি ঘোষণা করেন সম্মেলনের অতিথিবৃন্দ।

বাংলাদেশ প্রেসক্লাব চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলনে বাংলাদেশ প্রেসক্লাব রাজশাহী জেলা শাখার সভাপতি সানোয়ার আরিফসহ জেলার ৫ উপজেলার একশত সংবাদকর্মী ও গণ্যমাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
২০২৫ © সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD