1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. nayakontho@gmail.com : nayakontho :
  3. admin@dailynayakontho.com : unikbd :
শনিবার, ১২ এপ্রিল ২০২৫, ০৩:০৫ অপরাহ্ন
শিরোনামঃ
নওগাঁর নিয়ামতপুরে গাছ কাটাকে কেন্দ্র করে আওয়ামীলীগ-বিএনপির সমর্থকদের মধ্যে মারামারি, নিহত ২ নড়াইল ও কালিয়ায় ছুরিকাঘাতে ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই ব্যক্তি খুন আহত ৩০ শুভ নববর্ষ ডাক্তারের অবহেলায় রোগীর অকাল মৃত্যু! পুলিশের উপস্থিততে চিকিৎসককে মারধর রাবি ভর্তি পরীক্ষা শুরু কাল, থাকছে পাঁচ স্তরের নিরাপত্তা দূর্ঘটনা রোধে ট্রাফিক সিগনাল স্থাপন করলো রাবি ছাত্রদল ফিলিস্তিন ইস্যুতে ভালুকা উত্তাল: জুমার পর সিডস্টোর বাজার কেন্দ্রীয় জামে মসজিদ থেকে গণমিছিল আমতলীতে জলবায়ু সংকট নিরসনের দাবীতে মানবন্ধন কর্মসূচী পালন আমতলী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও চাওড়া ইউপি চেয়ারম্যান বাদল খানকে গ্রেপ্তার করে কারাগারে প্রেরন ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি জয়নাল, সম্পাদক কবির

তিলকপুর মাঠে ফুটবল খেলায় জয়লাভ করে জয়পুরহাট জেলা প্রমিলা নারী ফুটবল দল

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১০৮ বার পঠিত

তিলকপুর মাঠে ফুটবল খেলায় জয়লাভ করে জয়পুরহাট জেলা প্রমিলা নারী ফুটবল দল।

মোঃ শাহাবউদ্দিন ইসলাম,আক্কেলপুর প্রতিনিধি

অবশেষে সকল বাধা বিপত্তি কাটিয়ে সকল জল্পনা কল্পনা ও ভুল বুঝাবুঝির অবসান ঘটিয়ে তিলকপুরের সেই খেলার মাঠে ফুটবল খেললো নারী খেলোয়াড়রা।

ওই খেলায় জয়লাভও করেছে জয়পুরহাট জেলা প্রমিলা ফুটবল দল। তারুণ্যের উৎসব উপলক্ষে বুধবার বিকেলে জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার তিলকপুর উচ্চ বিদ্যালয় খেলার মাঠে নারী (প্রমিলা) ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে।

ওই খেলার মাঠে দুপুর থেকে জমায়েত হতে শুরু করে নারী ও পুরুষ দর্শকরা। দর্শকে কানায় কানায় পরিপূর্ণ হয় সেই খেলার মাঠ। আক্কেলপুর উপজেলা প্রশাসনের আয়োজনে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে প্রমিলা ফুটবল খেলার আয়োজন করা হয়। সেই খেলায় অংশ গ্রহন করেন ঢাকা জেলা প্রমিলা ফুটবল দল এবং জয়পুরহাট জেলা প্রমিলা ফুটবল দল অংশ গ্রহন করে। খেলায় ১-০ গোলে জয়পুরহাট জেলা প্রমিলা ফুটবল দল চাপিম্পয়ন হয়।

উপজেলা নির্বাহী অফিসার মনজুরুল আলমের সভাপতিত্বে ওই খেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক (ডিসি) আফরোজা আকতার চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন, পুলিশ সুপার মুহম্মদ আব্দুল ওয়াহাব, বিএনপির রাজশাহী বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক এ এইচ এম ওবায়দুর রহমান চন্দন, জেলা বিএনপির আহবায়ক গোলজার হোসেন, উপজেলা বিএনপির সভাপতি কামরুজ্জামান কমল, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী এসএম রাশেদুল আলম সবুজসহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিরা।ঢাকা জেলা প্রমিলা ফুটবল দলের খেলোয়াড় মালা বলেন, এই মাঠে খেলতে এসে আমাদের খুব ভাল লাগছে। এতো দর্শক দেখে হেরে যাওয়ার কষ্ট ভুলে গেছি। প্রতিটি জেলা ও উপজেলায় এধরনের খেলা আয়োজন করা উচিৎ। মেয়েরা অনেক ভাল কিছু করবে। মাঠে অনেক দর্শকের উপস্থিতিই প্রমাণ করে পুরুষদের পাশাপাশি মহিলা ফুটবল খেলাও জনপ্রিয়।

জয়পুরহাট জেলা প্রমিলা ফুটবল দলের আরেক খেলোয়াড় রাত্রী বলেন, কোন ঝামেলা ছাড়াই আজকের খেলা সমাপ্ত হয়েছে। আমি বলতে চাই মেয়েদের কোন বাধা ছাড়া খেলতে দেওয়া উচিৎ। বাংলাদেশের মেয়েরা সাফ চাম্পিয়ন হয়েছে। আমি দেশবাসীর কাছে অনুরোধ জানাই কখনো যেন মেয়েদের খেলায় বাধা না দেওয়া হয়।

খেলা দেখতে আসা রিফাত হোসেন বলেন, আজ আমরা খুব সুন্দরভাবে মনোরম পরিবেশে মাঠে মহিলা দলের ফুটবল খেলা উপভোগ করছি। আমরা এই খেলাটি দেখার জন্য অধির আগ্রহ নিয়ে ছিলাম। মেয়েরা ক্রীড়ায় এগিয়ে যাচ্ছে। যা তাদের জন্য ইতিবাচক। এরকম খেলা ভবিষ্যতে আরও দেখতে চাই।

তিলকপুর বাচ্চা হাজী ক্বওমি মাদ্রাসার সহকারী পরিচালক হাফেজ মাওলানা আবু বক্কর সিদ্দিক বলেন, নারীদের ফুটবল খেলার বিষয়ে আমাদের মধ্যে ভুল বোঝাবুঝির মাধ্যমে এমন ঘটনা ঘটেছে। আমরা নারী ফুটবলের বিরুদ্ধে নয় বরং অশ্লিলতার বিরুদ্ধে ছিলাম। যেখানে সরকার খেলাকে বৈধতা দিয়েছে, সেখানে সরকারের বিরুদ্ধে আমরা আর কখনো যাব না। এ ঘটনায় আমরা অনুতপ্ত। আজ শান্তিপূর্ণ ও উৎসব মুখর পরিবেশে নারীদের ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে।

জয়পুরহাট মহিলা ফুটবল ক্লাবের কোচ কানাই চন্দ্র দাস বলেন, আমাদের একটাই চাওয়া এই খেলা কোথাও যেন বন্ধ না হয়। নারীরা খেলাধুলার মাধ্যমেও অনেক এগিয়ে আছে। খেলাকে কেন্দ্র করে যে সমস্যা তৈরী হয়েছিল তা শান্তি পূর্ণভাবে সমাধান হয়েছে। নারীদের ফুটবল খেলায় আর বাধা থাকলো না। এই খেলায় প্রমান করে ক্রীড়াঙ্গনে নারীদের সফলতা।

পুলিশ সুপার মুহম্মদ আব্দুল ওয়াহাব বলেন, বাংলাদেশ একটি সম্প্রীতি ও খেলা প্রেমীর দেশ। আজকের খেলার মাধ্যমে সেটা প্রমাণ হয়েছে। জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন এবং স্থানীয়দের সার্বিক সহযোগীতায় জয়পুরহাটবাসী আজ মেয়েদের একটি সুন্দর খেলা উপভোগ করেছেজেলা প্রশাসক (ডিসি) আফরোজা আকতার চৌধুরী জানান, তিলকপুর উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে এর আগেও অনেক ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়েছে। পূর্বে যে অনাকাঙ্খিত ঘটনা ঘটেছিল তা দুই পক্ষের কিছু ভুল বোঝাবুঝির কারণে ঘটেছিল। ঐ দিন নারী দলের খেলা ছিল না। খেলাটি পরের দিন হওয়ার কথা ছিল। তারা ক্ষমা চাওয়াই বিষয়টি সমাধান হয়েছে। আবারও পুরোদমে এই মাঠে মহিলা (প্রমিলা) দলের ফুটবল অনুষ্ঠিত হলো।

উল্লেখ্য, গত ২৮ জানুয়ারী ওই বিদ্যালয় মাঠে নারীদের ফুটবল খেলা নিয়ে ভাঙচুরের ঘটনা ঘটে। সেই ঘটনায় দেশ ও বিদেশের গণমাধ্যমে আলোচনা-সমালোচনা হয়। সরকারের পক্ষ থেকে প্রতিবাদ জানিয়ে বিবৃতি দেওয়া হয়েছিল। গঠিত হয়েছিল দুটি তদন্ত কমিটি। পরে ভাঙচুরের ঘটনায় ভুল বোঝাবুঝি কারনে হয়েছে জানিয়ে অনুতপ্ত হয়ে অবশেষে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন ভাঙচুরকারীরা ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
২০২৫ © সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD